কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে বদলায় ফ্যাশন ট্রেন্ড। কখনও কখনও দেখা যায় যে, পুরনোই আবার নতুন ভাবে ফিরে আসছে। এই ব্লাউজের কথাই বলা যাক। ব্লাউজের হাতা এবং গলার নকশা সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে। আসলে ব্লাউজ এমন একটা আউটফিট, যা শাড়ির সঙ্গে একটা ট্যুইস্ট এনে দিতে পারে। ইদানীং কালে যেমন ব্লাউজের হাতার ট্রেন্ডি ডিজাইনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে! এক-এক ধরনের শাড়ির সঙ্গে এক-এক রকম ব্লাউজ সাজগোজকে আরও ট্রেন্ডি করে তুলছে। দেখে নেওয়া যাক, ট্রেন্ডি কিছু ব্লাউজের হাতার ডিজাইন।
পাফ স্লিভড ব্লাউজ:
আজকাল কনুই অবধি পাফ হাতার ট্রেন্ড ইন। হালকা কাজের শাড়ির সঙ্গে এই ডিজাইনের শাড়ি দুর্দান্ত যাবে। পাফ স্লিভ ব্লাউজের সঙ্গে আটপৌরে শাড়ির ড্রেপিংও ভীষণ ভাল যায়। এসে যায় একটা সাবেকি লুক। নিজের পছন্দ অনুযায়ী পাফ স্লিভড ব্লাউজ বানানো যেতে পারে। চাইলে পাফে বেশি করে প্লিট যোগ করা যেতে পারে। কিন্তু যাঁদের চেহারা একটু ভারী, তাঁদের বড় পাফ এড়িয়ে চলাই ভাল।
আরও পড়ুন:ব্রেকফাস্টে বাটার টোস্ট-প্যানকেক? অজান্তে শরীরে বিষ ঢোকাচ্ছেন না তো! সাবধান…
ফুল হাতা বা ফুল স্লিভড ব্লাউজ:
ফুল স্লিভড ব্লাউজ কিন্তু ক্লাসি লুক এনে দিতে পারে। জমকালো কারুকার্য করা শাড়ির সঙ্গে ফুল স্লিভ ব্লাউজ পরে কোনও অনুষ্ঠানে গেলে মধ্যমণি হয়ে ওঠা যায়। বেনারসি শাড়ির সঙ্গে মানানসই ফুল স্লিভড ব্লাউজ দারুন যাবে। এই ধরনের ব্লাউজ আর জমকালো শাড়ির সঙ্গে একটা নেকলেস পরে নিতে হবে। আর ছোট্ট একটা খোঁপা করে ফুল জড়িয়ে নিলেই কেল্লা ফতে!
আরও পড়ুন: সাংঘাতিক! ঠিকভাবে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে ফুসফুসেরও, চমকে দেওয়া তথ্য
কি-হোল ব্লাউজ ডিজাইন:
বর্তমানে কি-হোল ডিজাইনের ব্লাউজও ট্রেন্ডে ইন। এই ডিজাইনের ক্ষেত্রে কি-হোল কতটা ছোট-বড় থাকবে, সেটা নিজের পছন্দ অনুযায়ী ঠিক করতে হবে। আর এই ধরনের ব্লাউজ সব ধরনের শাড়ির সঙ্গেই দারুন মানায়। কি-হোল যাঁরা পছন্দ করেন না, তাঁরা ওই অংশে লেস কিংবা ডিজাইন করা লেস লাগিয়ে নিতে পারেন।
ফ্রিল স্লিভলেস ব্লাউজ ডিজাইন:
ফ্রিল স্লিভলেস ব্লাউজ একেবারে ট্রেন্ডে নতুন। এটা অপূর্ব একটা লুক এনে দিতে পারে। আধুনিক স্টাইলে শাড়ি পরতে চাইলে এই ব্লাউজ বানিয়ে ফেলাই যেতে পারে। বোঝাই যাচ্ছে স্লিভলেস ব্লাউজে হাতার জায়গায় ফ্রিল যোগ করা যেতে পারে। এমনকী ফ্রিলের জন্য কনট্রাস্ট রঙ ব্যবহার করা যেতে পারে। যাঁরা স্লিভলেস ব্লাউজ পছন্দ করেন না, তাঁরা হাতার নিচে ফ্রিল যোগ করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fashion, Fashion tips