শুধু তাই নয়, অ্যালকোহল ত্বকে প্রদাহ সৃষ্টি করতে পারে। তা থেকে রোসেসিয়া, সোরিয়াসিস বা এমনকী ব্রণর মতো ত্বকের সমস্যা হতে পারে, বা কারও এই ধরনের প্রবণতা থাকলে তা বৃদ্ধি পেতে পারে। অ্যালকোহল ‘প্রো-ইনফ্লেমেটরি’, তাই স্বাভাবিক ভাবেই এটি ত্বকের উপর ফোলা ফোলা লালচে ভাব নিয়ে আসতে পারে সহজে।