#কলকাতা: ছোট-বড় উৎসব লেগেই রয়েছে এই সময়। কিন্তু করবা চৌথ বিবাহিত মহিলাদের জন্য বিশেষ বলে মনে করা হয়। এই দিনে স্বামীর দীর্ঘায়ু কামনায় নির্জলা উপবাস রাখেন মহিলারা। সেজে ওঠেন ষোলো শৃঙ্গারে।
এ দিন সব কিছুতেই থাকে যত্নের ছোঁয়া। সাজপোশাক থেকে মেহেন্দি, সব হতে হবে নিখুঁত। তবেই তো স্বামীর মঙ্গল হবে। কিন্তু চুলের স্টাইলের খেয়াল থাকে না অনেকেরই। অথচ পরিপূর্ণ সাজে পোশাকের সঙ্গে চুলের স্টাইলও সমান গুরুত্বপূর্ণ। এখানে তাই করবা চৌথ স্পেশাল কয়েকটা স্টাইলিশ খোঁপার সাজের সুলুকসন্ধান দেওয়া হল। সন্দেহ নেই, দুর্দান্ত দেখাবে।
আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া সন্দেহ, সবক শেখাতে বোমা ছুড়ল স্বামী! আতঙ্কে রাতজাগা এন্টালি
আগোছালো বান হেয়ারস্টাইল: মেসি বান খুব স্টাইলিশ এবং মার্জিত দেখায়। শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে এই ধরনের খোঁপা ভাল মানায়। বিশেষ করে হাইলাইট করা চুলের জন্য, অগোছালো খোঁপা সেরা। হেয়ারস্টাইলকে সম্পূর্ণ লুক দিতে হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করা যায়। চাইলে কয়েক মিনিটের মধ্যে নিজেই এই ধরনের খোঁপা বেঁধে নিতে পারেন যে কেউ, অন্য কারও সাহায্য লাগবে না।
আরও পড়ুন: ভার্সেটাইল পূজার ভক্তদের চোখ সরছেই না, আজ তিনি বার্থডে গার্ল!
স্লিক বান হেয়ারস্টাইল: স্লিক বানে মার্জিত লুক এনে দেয়। শাড়ির সঙ্গে এই খোঁপা সবচেয়ে ভাল মানায়। হেয়ারস্টাইলকে সম্পূর্ণ চেহারা দিতে বিভিন্ন আনুষাঙ্গিক ব্যবহার করা যায়। এক্ষেত্রে গজরা বা ফুলের মালা মানায় সবচেয়ে ভাল।
সাধারণ বান হেয়ারস্টাইল: শান্ত লুক চাইলে এই খোঁপা সবচেয়ে ভাল বিকল্প। লম্বা চুলে এই হেয়ারস্টাইল সবচেয়ে ভাল হয়। সালোয়ার কামিজ কিংবা শাড়ি, দুটোতেই সমান মানাবে। খোঁপা সাজানোর জন্য হেয়ার অ্যাকসেসরিজও ব্যবহার করা যায়। এই খোঁপা করতে কয়েক মিনিট লাগে। নিজেই করা যায়, অন্যের সাহায্যও লাগবে না।
মেসি বান: করবা চৌথ উপলক্ষ্যে এই ধরনের খোঁপা একেবারে আদর্শ। যে কোনও ঐতিহ্যগত পোশাকের সঙ্গে সুন্দর মানিয়ে যায়। চুল ছোট হলেও সমস্যা নেই। মেসি বান করা খুব সহজ। সময়ও খুব কম লাগে। স্টাইল করতে হেয়ার অ্যাকসেসরিজ ব্যবহার করা যায়।
চুড়ো বা ক্রাউন হেয়ারস্টাইল: চুল কার্ল করে একটা আলগা বিনুনি। তারপর সেটাকে খোঁপা করে নিতে হবে। শারি বা লেহঙ্গার সঙ্গে এই ধরনের হেয়ারস্টাইল একেবারে আদর্শ। খোঁপায় গজরা দিলে সাজ আরও খুলবে। সামনের দিকের কিছু কার্ল করা খোলা থাক। এতে অন্যরকম লুক আসবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair style, Karwa Cahuth 2022, Karwa Chauth