*পুজোর সময় চাই ঝলমলে ত্বক। খুশি-খুশি চেহারা। নতুন জামা, জুতো অথচ মুখে কালো দাগ, সে এক বিচ্ছিরি ব্যাপার। কিন্তু ব্রণ বা পিম্পলের সমস্যায় যাঁরা ভোগেন তাঁদের মুখে বিশেষ করে করে কালো দাগ থেকে যায়। দেখতে বাজে লাগে। কিন্তু হাজার নামি-দামি পণ্য ব্যবহার করেও দাগ সারে না। প্রতীকী ছবি সংগৃহীত।