ভালবাসার কাছে যুক্তি হেরে যায় অনেক সময়ে। কাছের মানুষের অনেক ভুলভ্রান্তি তাই চোখে পড়ে না। তারা অন্যায়কে ক্ষমা করে দিতেও দু’বার ভাবতে হয় না। কিন্তু শুধুমাত্র ভালবাসার টানে ভুল মানুষের সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন অনেকেই। কিন্তু কী ভাবে বুঝবেন আপনিও সেই পথেই হাঁটছেন?
ভালবাসার মানুষের সামনে মেপে কথা বলতে হয়? মনের কথা বলার পর তাঁর কাছ থেকে ঈপ্সিত সাড়া পান না? এই প্রশ্নগুলির উত্তর যদি ইতিবাচক হয়, তবে সম্পর্ক নিয়ে ভেবে দেখার এসেছে।
আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!আরও পড়ুন: বিয়ে বাড়ি? চট করে চুল বেঁধে তাক লাগিয়ে দিন এই ভাবে!
একটি সম্পর্ক শুধু দু’জন মানুষকেই কাছাকাছি আনে না। দু’টি পরিবারকেও এক সূত্রে বাঁধে। কিন্তু আপনার সঙ্গী যদি সেই কথাটি না বুঝে থাকেন, তবে তাঁকে নিয়ে দ্বিতীয় বার ভেবে দেখুন।সেই মানুষটি আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাটুকুও না করলে সম্পর্কে বাঁধন আলগা হতে পারে।
ঝগড়া বা তর্কের সময়ে আপনার অভিযোগগুলি কি আদৌ গুরুত্ব পায়? এই প্রশ্নের উত্তর যদি নেতিবাচক হয়, তবে আপনার সম্পর্ক নিয়ে ভেবে দেখার সময় এসেছে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Relationship, Relationship Tips