হৃদয়ে কান পেতে শুনুন, কোনও অস্বাভাবিক শব্দ বা স্পন্দন শুনতে পাচ্ছেন কি না। বিশেষজ্ঞরা বলছেন, রিউমেটিক জ্বর যাতে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে থাকে, তা দিয়েই এই রোগের সূত্রপাত সম্ভব। গলায় সংক্রমণের পর যদি ঠিক মতো চিকিৎসা না হয়, তা ভালভুলার হার্ট রোগ পর্যন্ত ঘটাতে পারে। এছাড়াও বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ভালভুলার হার্ট রোগের কারণ।