চা বানানোর পর মানুষ চা পাতাকে বর্জ্য মনে করে ফেলে দেয় কিন্তু এই ফেলে দেওয়া চা পাতাও বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে।
ফেলে দেওয়া চা পাতারও একাধিক গুণ রয়েছে। রোজকার জীবনে একাধিক কাজে ব্যবহার করা যেতে পারে এই উপাদান। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী কাজে ব্যবহৃত হতে পারে এই উপাদান-
আরও পড়ুন: সুস্থ, সতেজ, রোগমুক্ত থাকার একমাত্র চাবিকাঠি এই উপাদান, এর মায়াবী গুণে বয়সও বাড়বে না, জানুন
ভাল সার হিসাবে ব্যবহৃত হতে পারে- ফেলে দেওয়া চায়ের পাতাকে ভাল সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ব্যবহার করা চায়ের পাতা রোদে শুকিয়ে নিয়ে গাছের মাটিতে দিতে হবে।
বাসন মাজা- চা পাতা একটি বাটিতে জমিয়ে রেখে দিতে হবে। এবার বাসন মাজার সময়ে এই পাতা বাসন মাজার সাবানে সামান্য মিশিয়ে মাজতে হবে। এতে বাসন নিমেষেই সোনার মত চকচক করবে।
আরও পড়ুন: সামনেই চার হাত এক হচ্ছে? বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন
গ্যাস বার্নার পরিষ্কার- চা পাতা দিয়ে গ্যাস বার্নার পরিষ্কার করলে তাও চকচক করবে। একটি পাত্রে অবশিষ্ট চা পাতা সিদ্ধ করতে হবে। তারপর এতে ডিশওয়াশ পাউডার মিশিয়ে আঠালো বার্নার ভাল করে মাজতে হবে। মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে চটচটে ময়লা গ্যাস বার্নার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tea leaves