বড় শহরগুলিতে দূষণের প্রকোপ ক্রমশ বাড়ছে। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া-সহ শ্বাসযন্ত্রের একাধিক সমস্যায় ভুগছে মানুষ। বাচ্চাদের মধ্যেও একাধিক সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ। চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে গুরুতর ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোপনিউমোনিয়া বা আসন্ন নিউমোনিয়ার কোনও লক্ষণ পরীক্ষা করার ‘সহায়ক’ উপকরণ রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলো।
এক মিনিটে কতবার শ্বাস নেয়: চিকিৎসকরা বলছেন, শিশু এক মিনিটে কতবার শ্বাস নেয়, পরীক্ষা করে দেখতে হবে। একে বলা হয় ‘রেসপিরেটরি রেট’ বা আরআর। বাড়িতেই এই পরীক্ষা করা যায়। বাতাসের গুণমান খারাপ হওয়ার কারণে অবিশ্বাস্যভাবে কম একিউআই, ফুসফুসের সংক্রমণ, নিউমোনিয়া, ব্রঙ্কোপনিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস-সহ কাশি হলে, ঠান্ডা লাগা বা জ্বর থাকলে পিতামাতাকে সন্তানের আরআর-এর দিকে নজর দিতে হবে। শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, যদি আরআর নির্দিষ্ট সংখ্যার বেশি হয় তাহলে বাচ্চাকে অবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত।
কীভাবে আরআর পরীক্ষা করতে হয়: শিশুর ঘুমনোর সময় তার জামা খুলে এক মিনিটে কতবার বুক উঠল তা গুণতে হবে। সন্তানের বয়স যদি এক বছরের কম হয় তাহলে আরআর মিনিটে ৫০-এর কম হওয়া উচিত। এক থেকে পাঁচ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে ৪০/মিনিট এবং পাঁচ বছরের বেশি বয়সি শিশুদের ক্ষেত্রে আরআর হবে ৩০/মিনিট বা তার সামান্য বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আরআর পরীক্ষা করার সময় সন্তান যেন বুঝতে না পারে তাহলে সচেতন হয়ে যাবে। তাই ঘুমের মধ্যে পরীক্ষা করাই ভাল।
আরও পড়ুন : গরম জল না কি ঠান্ডা, শীতকালে চুলের জন্য কোনটা ব্যবহার করা ভাল
বাচ্চাদের নিউমোনিয়ার লক্ষণ: সিডার সিনাইয়ের মতে ব্যাকটেরিয়াল নিউমোনিয়ার ক্ষেত্রে যে যে লক্ষণগুলি দেখা দিতে পারে – জ্বর, ঠান্ডা লাগা, দ্রুত শ্বাস নেওয়া, মাথা ব্যথা, ক্লান্তি, খিদে চলে যাওয়া, কাশি।
অভিভাবকদের কী পদক্ষেপ নেওয়া উচিত: শিশুর মধ্যে এই লক্ষণগুলো থাকলে কিংবা শ্বাসপ্রশ্বাসের হারে কোনও অনিয়ম দেখলে অবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার বুকের এক্স রে এবং রক্ত পরীক্ষা করবেন। প্রয়োজনে থুতুর কালচার পরীক্ষা করার কথাও বলতে পারেন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।