#কলকাতা: দুটি জরায়ু, দুটি যোনি এবং দুটি গর্ভ। বিষয়টি আশ্চর্যজনক, কিন্তু অসম্ভব নয়। এভাবেই জন্মেছেন অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা ইভলিন মিলার। ২০ বছর বয়স পর্যন্ত তিনি এই সম্পর্কে কিছু আঁচ করতে পারেননি। পরে বুঝতে পারেন।
আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা ইয়ান বেলের গল্পটাও একইরকম। তিনিও দু’টি যোনি এবং জরায়ু নিয়ে জন্মান। ২৬ বছর বয়সে তাঁর শরীরের এই বিশেষ অবস্থার কথা জানতে পারেন ইয়ান। শুধু ইভলিন কিংবা ইয়ান নয়, ইদানীং অনেক মহিলাই নিজেদের শরীরের এই বিরল অবস্থার কথা মুখ ফুটে প্রকাশ্যে বলছেন। চিকিৎসার পরিভাষায় যা ‘ইউটেরাস ডিডেলফিস’ নামে পরিচিত।
‘ইউটেরাস ডিডেলফিস’ কী: ইউটেরাস ডিডেলফিস বিরল জন্মগত অবস্থা যেখানে একজন মহিলার শরীরে একটির পরিবর্তে দুটি জরায়ু তৈরি হয়। দুটি নালী বা টিউব একত্রে মিলিত হয়ে জরায়ু তৈরি করে। এটা একটা ফাঁপা অঙ্গ। যাঁদের ইউটেরাস ডিডেলফিস আছে তাঁদের এই নালী দুটি একসঙ্গে মিলিত হয় না। পরিবর্তে প্রতিটা টিউব নিজস্ব জরায়ু তৈরি করে। ফলে দুটি নালী বা টিউবের দুটি জরায়ু তৈরি হয়। দুটি জরায়ু-সহ কিছু মানুষের আবার দুটি সার্ভিক্স এবং দুটি যোনিও থাকতে পারে।
আরও পড়ুন: প্রথম বার সঙ্গীর সঙ্গে যৌনমিলন, কোন কোন চিন্তা ভিড় করে আসে পুরুষদের মনে?
এই অবস্থা উপসর্গবিহীন, কিন্তু…: ইউটেরাস ডিডেলফিস আক্রান্ত মহিলাদের কোনও উপসর্গ থাকে না। এই নিয়ে খুব বেশি কথাও হয় না। সচেতনতার অভাবও রয়েছে। অনেকে বেশি বয়সে গিয়ে এই অবস্থার কথা জানতে পারেন। তবে কিছু ক্ষেত্রে পিরিয়ডের আগে বা পরে অস্বাভাবিক চাপ কিংবা ব্যথা হতে পারে। পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত, বার বার গর্ভপাত কিংবা অকালপ্রসবের সম্ভাবনাও থাকে।
এই অবস্থা সম্পর্কে জানার উপায়: এর জন্য পেলভিক এক্সাম কিংবা ইমেজিং টেস্ট করাতে হয়। তাহলেই দুটি জরায়ু আছে কি না জানা যেতে পারে। যদিও এটা খুব বিরল অবস্থা। তাই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে পদক্ষেপ করা উচিত।
আরও পড়ুন: চুলে কীভাবে ব্লো ড্রাই করেন? মারাত্মক ক্ষতির আগে সঠিক পদ্ধতি জানুন
দু’টি জরায়ু থাকলে কি মাসিক চক্রও ২ বার: ইউটেরাস ডিডেলফিস আক্রান্ত অধিকাংশ মহিলারই প্রতি মাসে ২ বার পিরিয়ড হয়। একটি টিকটক ভিডিওতে লিনান বেল বলেন, ‘আমার ২টি পিরিয়ড হয়। এটা মারাত্মক কষ্টের। দুটো পিরিয়ড কখনও একই সময়ে আসে। কখনও আলাদা বা হয়ই না’। সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আমি দুটো ট্যাম্পন পরি। একজন মহিলা যা করেন আমি তা দুবার করি’।
গর্ভাবস্থা এবং দু’টি জরায়ু: ইউটেরাস ডিডেলফিসে গর্ভপাত কিংবা অকালপ্রসবের ঝুঁকি থাকে। কিন্তু গর্ভবতী হওয়া সম্ভব। মা হতেও কোনও অসুবিধা নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health News, Vagina