উজ্জ্বল, নরম ত্বক সবাই চান। কিন্তু কারও কারও ত্বক খুব শুষ্ক এবং নিস্তেজ দেখায়। এ থেকে মুক্তি পেতে ত্বকচর্চা করেন অনেকেই। সকালে ময়েশ্চারাইজার লাগান। তবে রাতে আর ত্বকের যত্ন নেওয়ার প্রয়োজন মনে করেন না। এমনটা করলে চলবে না। সকালের মতো রাতেও ত্বকের যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে শুষ্ক এবং প্রাণহীন ত্বকের জন্য। এই অভ্যাস শুরু হোক এবারের কোজাগরীর শুভ লগ্নেই, আকাশের চাঁদ অস্ত গেলেও মুখে পূর্ণিমার আভা থাকবে বছরভর।