কালীপুজোর আগে পালিত হয় ধন ত্রয়োদশী বা ধনতেরস৷ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই পার্বণ৷ প্রচলিত রীতি ও বিশ্বাস, এই তিথিতে যে কোনও ধাতুর অলঙ্কার, বাসনপত্র কিনলে তা সংসারের সুখ ও সমৃদ্ধির জন্য শুভ৷ এই তিথি আবার দৈব চিকিৎসক ধন্বন্তরির আবির্ভাব তিথি৷ ধনতেরসেও লক্ষ্মীপুজো করেন অনেকে৷