ডায়াবেটিস বা ব্লাড শুগারের সমস্যা এখন কার্যত ঘরে ঘরে৷ টাইপ ওয়ান ডায়াবেটিস ক্রনিক সমস্যা৷ এর জন্য দায়ী জিন৷ টাইপ টু ডায়াবেটিস মূলত লাইফস্টাইল ডিজিজ৷ ওষুধ, বিকল্প থেরাপি, জীবনচর্চার পাশাপাশি কিছু ভেষজ আছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত রাখে৷