সাজে নতুনত্বের ছোঁয়া আনতে কে না-চায়! আর তার জন্য নিত্য নতুন ধাঁচে পোশাক ট্রাই করাই যায়। এই যেমন- কুর্তি স্ট্রেট প্যান্ট কিংবা কুর্তি লেগিংস পরে পরে একঘেয়েমি চলে এসেছে। শুধু তা-ই নয়, সালোয়ার-স্যুট, চুড়িদার- এ সবই যেন একই রকম মনে হয়। তাই অঙ্গের শোভা বৃদ্ধির জন্য একটু রকমফের চলেই। কী রকম? কুর্তির সঙ্গে ট্রাই করা যেতে পারে লং স্কার্ট। সাজে তো নতুনত্ব আসবেই, সেই সঙ্গে তৈরি হবে নয়া ধাঁচের স্টাইল। আর সামনেই তো দীপাবলি! ট্রাই করে দেখলে হয় না?
আসলে লং স্কার্টের সঙ্গে লং কুর্তি কিংবা আনারকলি কুর্তি যেমন একটা ফিউশন লুক আনে, তেমনই সাজও হয়ে ওঠে জমকালো। আর কালীপুজো মানেই তো দীপান্বিতা আলোর উৎসব। ফলে পুজো হোক কিংবা ঘরোয়া আড্ডা – সবটাই হয় রাতে। আর রাতের জন্য তো জাঁকজমকপূর্ণ সাজই সেরা! তাই বেশি কথা না-বাড়িয়ে দেখে নেওয়া যাক, এই ফিউশন স্টাইল ক্রিয়েট করার উপায়। আর এই স্টাইল গাইড অনুসরণ করে সাজলে হয়ে ওঠা যাবে আড্ডার মধ্যমণি। অর্থাৎ ভিড়ের মাঝেও হয়ে ওঠা যাবে অনন্যা।
টিউনিক স্টাইল কুর্তির সঙ্গে স্কার্ট:
এক রঙা হালকা ফ্লেয়ার্ড ক্রেপের লং স্কার্টের সঙ্গে টিম-আপ করা যেতে পারে টিউনিক স্টাইল কুর্তি। স্কার্টে ঝোলানো যেতে পারেন বেশ স্টাইলিশ লটকন। আসলে এই ধরনের পোশাক যে সেট হিসেবে কিনতে হবে, তার কোনও মানে নেই। বরং নিজের মতো মিক্স অ্যান্ড ম্যাচ বা কাস্টমাইজ করে নেওয়া যেতে পারে এই ধরনের আউটফিট। আর অনলাইনে কিংবা বাজার থেকে কিনতে গেলে এর দাম পড়ে যাবে ১৫০০ থেকে ২০০০ টাকা।
বিশেষ টিপস – এই টিউনিক স্টাইল কুর্তির সঙ্গে গলায় কোনও নেকপিস না পরে বরং কানে বড় ঝুমকো পরে নেওয়া যায়। কিংবা টানা দেওয়া বড় দুল পরলেও ভিড়ের মাঝে নজর কাড়া যাবে।
শর্ট কুর্তি আর লং স্কার্টের জুটি:
শর্ট কুর্তির সঙ্গে লং স্কার্ট তো বোধহয় খুবই জনপ্রিয়! ফুল স্লিভ শর্ট কুর্তির সঙ্গে যদি ফ্লেয়ার্ড লং স্কার্ট পরে একটা মানানসই ওড়না নিয়ে নিলেই সাজ রেডি। কুর্তি আর স্কার্ট যদি একই রঙের হয়, তা-হলে ওড়নাটা নিতে হবে কনট্রাস্ট রঙের। আবার পুরো সাদা কিংবা কালো কুর্তি আর স্কার্টের সেটের সঙ্গে যদি একটা জমকালো বেনারসি কাজের কনট্রাস্ট রঙা ওড়না নেওয়া যায়, তা-হলে তো সোনায় সোহাগা! দীপাবলির রাতে বোধহয় কেউ চোখই ফেরাতে পারবে না! এই ধরনের পোশাকও নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নেওয়া যায়। আর এর দাম পড়বে প্রায় ২০০০ টাকার মধ্যে।
বিশেষ টিপস – একটা নিচু করে খোঁপা বেঁধে তাতে জড়িয়ে নেওয়া যায় সাদা ফুলের মালা। আর গলায় একটা মানানসই চোকার পরে নিলেই সাজ কমপ্লিট! হাতে অবশ্য পোটলি স্টাইল ব্যাগ রাখতে ভুললে চলবে না!
লং আনারকলি কুর্তি আর লং স্কার্টের জমকালো সাজ:
এই ধরনের আউটফিটে প্রতিটা মেয়েকেই দুর্দান্ত দেখায়। লুকে একটা রাজকীয় আভা আসবে। এর জন্য বড় ঘেরওয়ালা লং স্কার্টের সঙ্গে বেছে নিতে হবে লম্বা ঘেরওয়ালা আনারকলি কুর্তি। দীপাবলির রাতে যদি একটা গোত্তা পাত্তি স্টাইলের লং স্কার্ট আর লং আনারকলি কুর্তি সেট ফ্লন্ট করে যায়, তা-হলে তো বিষয়টা একেবারে জমে যাবে! ধরা যাক, ওয়ার্ড্রোবে একটা ফ্লেয়ার্ড আনারকলি কুর্তি রয়েছে। তো তার সঙ্গে মানানসই ঘেরওয়ালা লং স্কার্ট আলাদা করে কিনেও নেওয়া যাবে! এই ধরনের আউটফিটের দাম পড়ে যাবে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা।
বিশেষ টিপস – এই ধরনের আউটফিটের সঙ্গে চুলটা খোলা রাখলেই বেশি ভাল লাগবে। আর গলায় একটা চোকার পরে নিলেই সাজ একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে আনারকলি কুর্তির গলার কাছে থাকা কাজ দেখে লং নেকপিস পরে নিলেও অপূর্ব দেখাবে।
আরও পড়ুন- অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
র্যাপার আর কুর্তিও ভীষণই আরামদায়ক:
যাঁরা খুব একটা জমকালো সাজ পছন্দ করেন না, তাঁদের জন্য এটা দারুন। আর সবথেকে বড় কথা হল, এটা খুবই আরামদায়ক পোশাকও বটে! খাদি কাপড় অথবা সুতির এক রঙা র্যাপারের সঙ্গে গলিয়ে নেওয়া যায় কনট্রাস্ট কিংবা হ্যান্ড ব্লক প্রিন্টের কোনও শর্ট কুর্তি। আবার র্যাপার যদি ইন্ডিয়ান হ্যান্ড ব্লক প্রিন্টের হয়, তবে উপরে পরতে হবে এক রঙা কুর্তি। এ-ছাড়া র্যাপার আর কুর্তি প্রিন্টেড হলে তা মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে হবে। একসঙ্গে সেট না-কিনে আলাদা আলাদা করেও কিনে পরে ম্যাচ করে পরা যাবে এই আউটফিট। বাজারে এর দাম পড়বে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।
বিশেষ টিপস – এর সঙ্গে সিলভার কিংবা ব্ল্যাক পলিশের হালকা গয়না পরে নিলে একটা ক্লাসি লুক এসে যাবে। গলায় কিছু পরতে না-চাইলে কানে কানপাশা স্টাইলের দুল আর এক হাতে একটা চওড়া কড়া পরে নিলেই দুর্দান্ত দেখাবে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2022