ওরাল সেক্স (Oral Sex): যৌন জীবনের অন্যতম অঙ্গ হল ওরাল সেক্স। আসলে এক্ষেত্রে যৌন পরিতৃপ্তির জন্য মুখ, ঠোঁট, জিভ ব্যবহার করা হয়ে থাকে। যদিও ওরাল সেক্স বা মৌখিক যৌনতার মাধ্যমে গর্ভসঞ্চার সম্ভব নয়, তবে এই ধরনের যৌনতায় কিন্তু সংক্রমণের সম্ভাবনা থাকে। তবে এটা প্রতিরোধ করারও উপায় রয়েছে। ঠিক যেভাবে কন্ডোমের মাধ্যমে যৌনবাহিত সংক্রমণকে রুখে দেওয়া যায়, ঠিক সেভাবেই মৌখিক মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণও ঠেকানো সম্ভব। তার জন্য ওরাল সেক্সের সময় ব্যবহার করতে হবে জিভের কন্ডোম, ডেন্টাল ড্যাম ইত্যাদি। এগুলিকে আবার ওরাল কন্ডোমও বলা হয়। আর এর ব্যবহারের ফলে আটকানো যাবে ক্ল্যামিডিয়া, হারপিস, গনোরিয়া, সিফিলিস এবং এইচপিভি-র মতো সংক্রমণ। Representational Image