#কলকাতা: কখনও কখনও নামি-দামি পণ্যের চেয়ে ঘরোয়া টোটকা ম্যাজিকের মতো কাজ করে। আর সেটা যদি ত্বকচর্চায় হয় তাহলে তো কথাই নেই। আইস কিউব সেরকমই একটা ম্যাজিক উপাদান। অনেকে ভাবতে পারেন, শীতকালে ত্বক চর্চায় বরফ ব্যবহার করা যায় নাকি! ওটা তো শুধু গ্রীষ্মকালের জন্যে। একেবারেই ভুল ধারণা। ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দেয় বরফ। ছিদ্রমুখ পরিষ্কার করে। এখানে আইস কিউব দিয়ে কয়েক রকম প্যাকের হদিশ দেওয়া হল।
তুলসি এবং অ্যালোভেরা শরীরের জন্য ভালো। ত্বকের জন্য আরও ভাল। অ্যালোভেরা অতিরিক্ত তেল দূর করে। ব্রণর সঙ্গে লড়ে। অন্য দিকে, তুলসি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ত্বক রাখে ঠান্ডা। রোদে পোড়া ত্বকে এই প্যাকের তুলনা নেই।
ব্রণর সমস্যায় ভুগলে তৈরি করতে হবে গ্রিন টি আইস কিউব। এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ব্রণর সঙ্গে লড়াই করে এবং যে কোনও লালভাবকে প্রশমিত করে। দুকাপ ফুটন্ত জলে একটা করে গ্রিন টি ব্যাগ রাখতে হবে। এভাবে ১৫ মিনিট থাক। তারপর বরফের ট্রেতে গ্রিন টি ঢেলে জমিয়ে নিতে হবে। এবার প্রতিদিন ১ বার সেটা লাগাতে হবে মুখে, ঘাড়ে এবং গলায়।
আরও পড়ুন: শীত এলেই গোড়ালি ফেটে যায়? শুষ্ক ত্বক থেকে নিমেষেই মুক্তি পাবেন, মানুন এই নিয়ম
ত্বক ক্লিনজার হিসেবে হিমায়িত মুখের স্ক্রাব তৈরি করা যায়। শসা প্রাকৃতিকভাবে ত্বকের জ্বালাপোড়া নিরাময় করে। সঙ্গে দেয় শীতল অনুভূতি। পাশাপাশি ত্বককে পরিষ্কার করে এবং ময়েশ্চারাইজড রাখে। শসার কাত্থের সঙ্গে লেবুর রস এবং আধ চা চামচ মধু মিশিয়ে জমিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বরফের স্লাশের মতো হয়। এবার সেটা মুখে এবং ঘাড়ে আলতো করে ঘষতে হবে। ৫ থেকে ১০ মিনিট রসটা বসুক। তারপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Winter Care Tips 2022