শীত হোক বা গ্রীষ্ম ত্বকে ট্যান পড়ার সমস্যা লেগেই থাকে। সান স্ক্রিন মাখলে সামান্য উপকার মিললেও সহজে ট্যান থেকে মুক্তি পাওয়া যায় না। সেক্ষেত্রে কিছু সহজ ঘরোয়া উপায় মানলে সহজেই ট্য়ান নির্মূল করা সম্ভব।
যারা নিয়মিত রোদে বেরোয়, তাদের ত্বক রোদে পুড়ে যায়। সান স্ক্রিন মেখে এই সমস্যার সামান্যা প্রতিকার হলেও ট্যান নির্মূল করা যায় না। আবার বাজার থেকে কে না বিভিন্ন ট্যান রিমুভিং ক্রিম ব্যবহার করলে এতে থাকা উপাদান ত্বকে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।
তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন ঘরোয়া উপাদান ব্যবহার করলে ট্যানের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে-
আরও পড়ুন: সর্দি-কাশি ও মাসিকের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ জল, এর উপকারিতা জানলে অবাক হবেন
দুধ ও হলুদ- একটি পাত্রে কাঁচা হলুদ বাটা নিয়ে তাতে পরিমান মত দুধ মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তারপর উষ্ম গরম জলে ধুয়ে ফেললেই ব্যাস। নিজেই নিজের ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন
আরও পড়ুন: মেদহীন শরীর পেতে আমলকীর চা! ওজন কমাতে আজ থেকেই ডায়েটে যোগ করুন
বেসন এবং হলুদ- ২ চামচ বেসন ২ চামচ হলুদ নিয়ে পরিমান মন জল দিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই পেস্ট মুখের যে অংশে ট্যান পড়েছে সেখানে লাগেতে হবে। ঘাড় ও গলাতেও ব্যবহার করা যেতে পারে। এই পেস্ট ২০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করতে পারেন।
মধু ও লেবু- একটি পাত্রে সামান্য মধু দিয়ে তাতে লেবুর রস নিতে হবে এই মিশ্রণটি ভালভাবে মুখে লাগাতে হবে। ১৫ মিনিট পরে ধুয়ে নিলেই ম্যাজিক দেখতে পাবেন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Skin Care, Skin Care Tips