এর কারণ হলো, এই অবস্থায় নবজাতকের পরিপাক তন্ত্র অনেকটাই অপরিণত থাকে। এই কারণেই নবজাতকদের পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি এসব দেখা যায়। তবে এ কোনও বিরল ঘটনা নয়। প্রতি তিন জন শিশুর মধ্য়ে এক জনের পেটে ব্য়থার সমস্য়া হয়। কিন্তু শিশু অবস্থা থেকে এর ঠিক মতো ব্যবস্থা না নিলে এগুলি তার শরীরে স্থায়ী ভাবে থেকে যায়।