যদি নারী বা পুরুষের শরীরের গঠন Ectomorphic হয়, অর্থাৎ শরীরের ধরণ রোগা এবং সাধারণত লম্বা হিসাবে চিহ্নিত করা হয়। তাঁদের সরু কাঁধ, সরু মুখ এবং সরু বুক, তবে পা এবং হাত সুগঠিত ও লম্বা হয়৷ এঁরা স্লিম হলেও ভাল পরিমাণে খেতে পারে কিন্তু তাতেও তারা কখনই মোটা হয় না৷ এই ধরণের দেহের গঠনের মানুষেরা সাধারণত অন্তর্মুখী, কোমল, শান্ত, বুদ্ধিমান হয়৷ এঁদের আত্মসচেতনতা বেশি হয়। সামাজিক নিয়ম বা বাধাবদ্ধ পরিবেশে তারা অনেক সময় অস্বাচ্ছন্দ্য বোধ করে। তাঁরা ব্যক্তিগতভাবে আত্মকেন্দ্রিক হয় তাই নিজেদের মধ্যে সব মনে রাখেন৷ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরিতে তাঁদের সমস্যা হয়। তাঁরা সাধারণত শান্ত, চিন্তাশীল এবং শৈল্পিক হন।