আমাদের সমাজে নারী পুরুষের সাজপোশাক ও বাহ্যিক রূপ নিয়ে বরবারই সুনির্দিষ্ট সীমারেখা আছে। সেই লক্ষণরেখা ভাঙলেই দেখা দেয় সমস্যা। সমাজের চোখে সেই নির্দিষ্ট ব্যক্তি চিহ্নিত হয়ে যান। সেই ধারণা ভেঙেও ফেলেন উজান স্রোতে পাড়ি দেওয়া মুষ্টিমেয় কয়েক জন। সেই তালিকার অন্যতম ডাকোটা কুক।
৩০ বছর বয়সি এই যুবতীর এক মুখ দাড়িগোঁফ। প্রথম প্রথম তিনি নিয়মিত দাড়িগোঁফ পরিষ্কার করতেন। শেভ করতেন মুখমণ্ডল। এখন থেকে আর করবেন না বলে ঠিক করেছেন। দাড়ি গোঁফ আর অবাঞ্ছিত নয়, বরং তাকে সঙ্গী করেই থাকতে চান তিনি।
কৈশোরেই ডাকোটার মুখে অবাঞ্ছিত কেশ দেখা যায় ইতিউতি। লোকলজ্জা থেকে বাঁচতে নিয়মিত শেভ করতেন তিনি। মানসিকতায় পরিবর্তন এল ২০১৫ সালে। এক বন্ধুর দৌলতে। সেই বন্ধু তাঁকে বলেছিলেন শ্মশ্রূগুম্ফ সমেতই এক শো-এ অংশ নিতে।
আরও পড়ুন : ডাল মাখানি ৮ টাকা, শাহি পনির ৫ টাকা, রেস্তরাঁয় ভূরিভোজের নামমাত্র মূল্যে হতবাক নেটিজেনরা
বেয়ার্ডেড লেডি হয়েই ডাকোটাকে জনসমক্ষে আসার জন্য অনুপ্রাণিত করেন ওই বন্ধু। যাতে তিনি গর্বিত ভাবেই দাড়িগোঁফ দেখাতে পারেন। তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে উঠতে পারেন অন্যান্য মহিলাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bearded Lady, Bizarre