পদ্ম ফুলকে দেশের জাতীয় ফুল বলা হয়। এর সৌন্দর্য দেখলে আশ্চর্য হতেই হয়। তবে জানেন কি শুধুমাত্র সাজসজ্জা বা পুজোর কাজেই পদ্ম ফুল বেশি ব্যবহার করা হলেও রূপচর্চাতেও এর গুণ অপরিসীম। পদ্ম ফুল ব্যবহার করলে মুখ ও চুলের সৌন্দর্য বাড়তে পারে।
উজ্জ্বল এবং সুন্দর ত্বক পেতে মানুষের চেষ্টার কোনও ত্রুটি থাকে না। তবে এক সঙ্গে ত্বক ও চুলের যত্ন নিতে হলে পদ্ম ফুল অত্যন্ত সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক ত্বক ও চুলের যত্ন নিতে কীভাবে পদ্ম ফুল ব্যবহার করা যাবে-
আরও পড়ুন: চুলেও টক্সিন জমতে পারে, হেয়ার ডিটক্স করবেন কী করে? রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পদ্ম ফুলের ফেসপ্যাক- পদ্মফুলের ফেসপ্যাক ব্যবহার করে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে, পদ্মের ১০ থেকে ১২ টি পাপড়ি পিষে একটি পেস্ট তৈরি করতে হবে। এবার এতে ২-৩ চামচ কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে এবং ১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল থাকবে।
আরও পড়ুন: শীতে রুম হিটার ছাড়াই ঘর গরম রাখবেন কী করে? জেনে নিন কিছু ম্যাজিক্যাল টিপস
পদ্ম ও চন্দনের ফেসপ্যাক- পদ্ম এবং চন্দনের ফেসপ্যাক ব্যবহার করে মুখের বলিরেখা এবং সূক্ষ্ম রেখা থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য, ১০টি পদ্মের পাপড়ি চূর্ণ করতে হবে। এবার এতে ১ চামচ চন্দন গুঁড়ো এবং ২-৩ চামচ কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগাতে হবে। তারপর ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
পদ্ম ও হলুদের ফেসপ্যাক- মুখের ব্রণ থেকে মুক্তি পেতে পদ্ম ও হলুদের ফেসপ্যাক লাগানো যেতে পারে। এর জন্য ১০ টি পদ্মের পাপড়ি পিষে নিন। এবার এতে ২ চিমটি হলুদ ও ৪ চামচ কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগাতে পারেন। তারপর ১০ মিনিট শুকানোর পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে ।
চুলের যত্নে লোটাস অয়েল ব্যবহার করা যেতে পারে। এর জন্য ৩ চামচ জোজোবা তেল এবং ২ টি ডিমের সঙ্গে ৩ ফোঁটা লোটাস অয়েল ভাল করে মেশাতে হবে । এবার এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুল হবে নরম, চকচকে এবং মজবুত হবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Beauty care, Lotus