গোটা বাড়ির মধ্যে সব থেকে সংবেদনশীল জায়গা বোধহয় রান্নাঘর। খুব পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্য সমস্যা তো বটেই। অপরিচ্ছন্নতা মানসিক সমস্যাও তৈরি করে।
তেল, মশলা, আগুনের তাপ এবং জল— এ সব কিছু মিলিয়ে রান্নাঘর বেশ ঝামেলার জায়গা। অনেক সময়ই দেখা যায় রান্নাঘর থেকে দুর্গন্ধ বেরোয়। কোনও পচনশীল দ্রব্য না থাকলেও এমনটা হয়। আসলে রান্নাঘরের সিঙ্ক ঠিক মতো পরিষ্কার না করলে এমনটা হতে পারে। আবার এই সিঙ্ক এবং তার ড্রেনেজ পাইপ নিয়মিত পরিষ্কার রাখা বেশ সমস্যার বিষয়। তবে কিছু পদ্ধতি মেনে চললে তা খুব সহজেই করা সম্ভব।
বেকিং সোডা
প্রথমেই শুকনো সিঙ্কে খানিকটা বেকিং সোডা ছড়িয়ে দিতে হবে। ১০ মিনিট পর তা স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে সিঙ্ক পরিষ্কার তো হবেই, দুর্গন্ধও দূর হবে।
কমলালেবুর খোসা
শীতকালে প্রায় সব বাড়িতেই কমলালেবু খাওয়া হয়। তার খোসাটা ফেলে দেওয়ার কোনও মানেই নেই। বরং নোংরা সিংকের উপর ঘষে নেওয়া যাক ওই খোসা। খানিকক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিলেই বেশ ঝকঝক করবে সিঙ্ক।
সাদা ভিনিগার
খুব নোংরা এবং দুর্গন্ধযুক্ত সিঙ্ক অনেক দিন পড়ে রয়েছে! হাতের কাছে চট জলদি সমাধান সাদা ভিনিগার। ঘষে পরিষ্কার করে নিলেই কেল্লা ফতে।
আরও পড়ুন : নানা সমস্যার অব্যর্থ দাওয়াই! প্রতিদিন ডায়েটে যোগ করতে হবে দু’টি করে ভেজানো খেজুর!
লেবুর খোসা
পাতি লেবুর খোসাও ব্যবহার করা যেতে পারে সিঙ্ক পরিষ্কার করতে। সঙ্গে লাগবে একটু লবণ। খুব সুন্দর স্ক্রাব করা যাবে। সঙ্গে লেবুর গন্ধে দূর হয়ে যাবে বাজে গন্ধও।
পুদিনা পাতা
সাধারণ ভাবে সিঙ্ক পরিষ্কার করার পর কয়েক ফোঁটা পেপারমিন্ট ওয়েল ফেলে দেওয়া যেতে পারে। না থাকলে কাঁচা পুদিনা পাতা ঘষে দিলেও দুর্গন্ধ দূর হবে।
ড্রেনেজ পরিষ্কার
জল নিষ্কাশনের ক্ষেত্রে কোনও সমস্যা হলে সব থেকে বেশি দুর্গন্ধ হওয়া সম্ভব। ফলে খেয়াল রাখতে হবে পাইপে যেন কোনও কিছু জমে না থাকে। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার করার বন্দোবস্ত করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cleaning Tips, Kitchen hacks