#কলকাতা: না-চাইতেও চলেই আসবে নবমী নিশি! আর রাত পোহালেই বেজে উঠবে মায়ের বিদায়ের বিষাদ-সুর। আবার সেই বছরভর অপেক্ষার পালা। তাই নবমীর রাতেই সবটুকু আনন্দ যেন চেটেপুটে উপভোগ করে নিতে হবে। ফলে জমিয়ে করতে হবে সাজগোজ, খানাপিনা আর হই-হুল্লোড়।
আসলে নবমী মানেই তো পুজোর সবথেকে জমকালো সাজ! আর সাধের স্পেশাল পোশাকটাও তোলা থাকে এই দিনটার জন্যই। কিন্তু ডিজাইনার শাড়ি কিংবা লেহেঙ্গার চিরাচরিত জাঁক ছেড়ে এ-বার বেরিয়ে আসতে হবে। একটু অন্য রকম ভাবে ফ্লন্ট করতে হবে নিজেকে। তাই এ-বারের নবমী জমে যাক ইন্দো-ওয়েস্টার্ন লুকেই। রইল সেই স্টাইল গাইড।
আরও পড়ুন – Durga Puja 2022: নবমীর সকালের সাজ হোক ছিমছাম অথচ গর্জাস! মেখলা থেকে চিকনকারি হতে পারে প্রথম পছন্দ
মেয়েদের পোশাক:
একান্ত আড্ডা কিংবা প্যান্ডেল হপিংয়ে নজর কাড়তে মেয়েরা বেছে নিতে ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন আউটফিট। এ-ক্ষেত্রে মেয়েরা পরে নিতে পারেন একটা জমকালো ঘেরওয়ালা বেনারসি কাজের লেহেঙ্গা। তবে ট্যুইস্ট আনতে চোলির জায়গায় পরে নিতে পারেন সাদা শার্ট। আবার লেহেঙ্গা না-পরতে চাইলে তার জায়গায় পরা যেতে পারে জমকালো এবং এথনিক স্টাইলের ঘেরওয়ালা পালাজো। এ-ছাড়াও বেছে নিতে পারেন ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলের এমবেলিশড গাউন। কিংবা বয়ফ্রেন্ড জিনসের সঙ্গে টিম-আপ করে পরে নিতে পারেন একটা এক রঙা ন্যুডল স্ট্র্যাপ ক্রপ টপ। আর তার উপর একটা এথনিক লং কেপ চাপিয়ে নিলেই কেল্লা ফতে! যদি শাড়ি পরতে ভালবাসেন তা-হলেও চিন্তা নেই! কারণ ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরলেও আসবে অন্য রকম একটা লুক। এ-ক্ষেত্রে বাছা যেতে পারে প্যান্ট স্টাইল শাড়ি। এই ধরনের শাড়ি বাজারে আজকাল পাওয়া যায়। তবে তা কিনতে না-চাইলেও উপায় রয়েছে। একটি স্কিনি, টাইট জিনস-এর সঙ্গেও শাড়ি টিম-আপ করা যায়।
আরও পড়ুন – দুটো-চারটে নয়, থাকবে ৭৫০ ক্যামেরা! পুজোর মধ্যেই বর্ধমানকে সিসিটিভিতে মুড়ে ফেলল জেলা পুলিশ
মেক-আপ ও চুলের সাজ:
ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে সাধারণত জমকালো সাজই মানায়। তাই এই দিনটা ভারী মেক-আপ করাই যায়। এ-ক্ষেত্রে চোখ আঁকতে হবে রেট্রো স্টাইলে। আবার আঁকা যেতে পারে উইঙ্গড আই-ও। উজ্জ্বল রঙের লিপশেড এই স্টাইলের সঙ্গে ভাল মানাবে। আর চুলে ওয়েভি টেক্সচার এনে তা ছেড়েই রাখা যায়। কিংবা বাঁধা যেতে পারে টপ-নটও।
অন্য রকম হওয়ার চাবিকাঠি:
ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে সব সময় স্টেটমেন্ট জুয়েলারি দারুন যায়। তাই যদি লেহেঙ্গা বা পালাজোর সঙ্গে সাদা কিংবা একরঙা শার্ট টিম-আপ করেন কেউ, সে-ক্ষেত্রে একটা জমকালো স্টেটমেন্ট নেকপিস বেছে নেওয়াই শ্রেয়। গলায় কিছু পরতে না-চাইলে চুল চূড়ো করে বেঁধে পরে নিতে পারেন একজোড়া ওভারসাইজড ড্যাঙ্গলার। আর এ-সব না-পসন্দ হলে চুল খোলা রেখে মানানসই বড় একটা মাঙ্গটিকা পরা যেতে পারে। ইন্দো-ওয়েন্টার্নের সঙ্গে পায়ে অবশ্যই থাকুক কালো বুট কিংবা স্ট্র্যাপি হাই হিলস।
পুরুষদের পোশাক:
নবমীতে পুরুষদের জন্যও আইডিয়াল ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলের আউটফিট। সে-ক্ষেত্রে তাঁরা বেছে নিতে পারেন একটা জমকালো পিনস্ট্রাইপ বন্ধগলা স্যুট। অ্যাসিমেট্রিক কাটের কুর্তাও কিন্তু ভাল অপশন হতে পারে। এ-ছাড়া পুরুষরা পরতে পারেন বন্ধগলা কোট কিংবা কুর্তার সঙ্গে বাছতে পারেন ম্যাচিং লং জ্যাকেটও।
অন্য রকম হওয়ার চাবিকাঠি:
পুরুষদের ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে বেছে নেওয়া যেতে পারে একজোড়া লোফার স্টাইল ফুটওয়্যার। কিংবা এই ধরনের আউটফিটের সঙ্গে কাজ করা মোজরি স্টাইলের জুতোও খুব ভাল মানায়।
বিশেষ বিষয়—
করোনার দাপট কমলেও ভাইরাস এখনও বিদায় নেয়নি। তাই অতিরিক্ত ভিড়ে যাওয়ার সময় মাস্কে নাক-মুখ ঢাকতে ভুলে গেলে চলবে না। প্রয়োজনে পোশাকের সঙ্গে মানানসই মাস্ক নিয়ে বেরোতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।