আবহাওয়া বেশ ঠান্ডা। গায়ে চাদর দিয়েই ঘুমিয়েছেন। কিন্তু হঠাৎ মধ্যরাতে গা ঘামে ভিজে গেল। অথবা যতই ফুল স্পিডে পাখা চালিয়ে ঘুমোন, মাঝ রাতে গলা ঘাড় বুক ঘেমে একসা। এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? গোপনে কোনও রোগ বাসা বাঁধছে না তো? জেনে নিন এই উপসর্গ কোন কোন রোগের ইঙ্গিত দেয়।