সঙ্গমের আগে ও পরে কী করলে শরীর সুস্থ থাকবে? শারীরিক মিলনে সুখ যেমন অনুভূত হয়, তেমনই বৃদ্ধি পায় সঙ্গীর প্রতি ভালবাসা৷ তাই নিয়মিত রতিক্রিয়ায় লিপ্ত হতে পছন্দ করেন অনেকে৷ তবে যৌনতার সঙ্গে জুড়ে থাকে নানা প্রশ্নও৷ যার উত্তর সবসময় জানা যায় না৷ কারণ এই নিয়ে খোলাখুলি কথা বলার চল নেই বললেই চলে৷ তবে এই নিয়ে বিশেষভাবে আলোচনা প্রয়োজন৷ না হলে শারীরিক ভাবে কখন বিপদ আরও বাড়বে, জানতেই পারবেন না৷ সঙ্গমের পর প্রসাব করা ঠিক কী না, তা নিয়ে বহু মানুষের মনেই প্রশ্ন থাকে৷ এই বিষয়ে আলোকপাত করা যাক৷