মনোবিজ্ঞান বলে, যখন আমাদের মস্তিষ্ক কোনও কিছুর ব্যাখ্যা করতে পারে না, তখনই আমরা নানা কুসংস্কার তৈরি করে নিই। এই ব্যাখ্যা কিছু ক্ষেত্রে সত্যি, আবার কিছু ক্ষেত্রে সমাজে প্রচলিত কুসংস্কারের নেপথ্যে কিছু কারণও খুঁজে পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কুসংস্কার টিকে থাকে যুক্তিহীন বিশ্বাসে ভর দিয়ে। এখানে, এমনই ১৩টি কুসংস্কারের গল্প রইল। Representative Image