মাছ ছাড়া বাঙালির দুপুরটা ঠিক জমে না৷ কিন্তু অনেক সময়েই এই মাছের কাঁটা আমাদের জীবনে ডেকে আনে চরম বিপত্তি৷ তবে আচমকা কাঁটা আটকে গেলে কিছু করণীয় আছে৷ যা সহজেই করে দেখতে পারেেন৷ মাছের কাঁটা আটকালে শুকনো ভাত দলা পাকিয়ে গিলে নিন৷ এরপর জল খান৷ এতে কাঁটা চলে যায়৷