১) এক ধরনের প্রেমিক হয় যারা ভীষণই কেয়ারিং গোছের হয়। সারাদিন কী খেয়েছ, কখন ঙুম থেকে উঠেছ, কার সঙ্গে রয়েছ, লেগেছে কি না ইত্যাদি মিনিটে মিনিটে ফোন করে খোঁজ নেওয়া অভ্যেস। প্রথম প্রথম এই স্বভাব খুব ভাল লাগে। কিন্তু কিছু দুন পরেই দমবন্ধ পরিস্থিতি শুরু হয়। এরাই পরবর্তীকালে অতিরিক্ত পজেসিভ প্রেমিক হয়ে ওঠে। হালকা পজেসিভনেস মিষ্টি লাগলেও, একবার চেপে বসলে বেশ কষ্ট ভোগ করতে হয়।