মশার কামড় খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। বেলা গড়িয়ে বিকেল হতেই তাদের ব্যস্ততা বেড়ে যায় নিমেশে। আবার মাঝে মধ্যে মাথার উপরেও একঝাঁক ঘুরে বেড়ায়। তবে আরও যন্ত্রণাদায়ক হয়, যখন রাতে ঘুমের সময়ে কানের সময় মশার গুনগুন গান শোনা। মশারি সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সব সময় কি আর মশারি নিয়ে ঘোরা সম্ভব। রয়েছে আরও একটি সমাধান।