ভিটামিন সি এবং অন্যান্য উপকারিতায় ভরপুর আমলকি বছরভরই শরীরের জন্য অতুলনীয়। শীতকালে তো এই ফলের গুণের কোনও সীমা নেই। তবে শুধু খাবার হিসেবেই নয়। আমলকি অভূতপূর্ব ত্বকের যত্নের ক্ষেত্রেও। অ্যাকনে, ব্ল্যাকহেডস, ডার্ক স্পট-সহ ত্বকের নানা দাগ দূর হয় এর গুণে। দু চামচ আমলকি গুঁড়োর দু চামচ হলুদগুঁড়ো আর লেবুর রস মেশান। তার পর মাস্ক মুখে লাগিয়ে অপেক্ষা করুন। তার পর ধুয়ে ফেলুন।