#নয়াদিল্লি: জেরম কে জেরমের ‘প্যাকিং’ গল্পটার কথা মনে আছে নিশ্চয়? ওহ্, বাক্স-প্যাঁটরা গোছানো তো নয়, সে যেন এক যুদ্ধ। তবে শুধু গল্পে নয়। অনেকেরই এমন বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ব্যাগ বা ট্রলি গোছানোর পর বাড়ির খুদে সদস্যের ডাক পড়ে। ঢাউস হয়ে ফুলে ওঠা ব্যাগের পেটের উপর বসলে তবেই চেন আঁটা যায় (Travel Packing Tips)।
গাড়ি, ট্রেন বা বিমানের টিকিট, সবই কাটা। হোটেল বুকিংও সারা। তবু যেন বনের পাখি হয়ে ওঠা যায় না। কারণ বেড়াতে বেরোনোর মজায় খানিক টেনশন মিশিয়ে দেয় প্যাকিংয়ের ভয়। তবে একটু সচেতন হলেই প্যাকিংয়ের খুঁত থাকবে না। কিছু বিষয় মেনে চললেই প্যাকিং পর্ব হয়ে উঠতে পারে সুখকর ও নিখুঁত। কেমন করে? রইল টিপস।
গোল করে: ব্যাগ গোছানোর সময় জামাকাপড় ভাঁজ করলে চলবে না। এতে সুটকেস অল্পেই ভরে যায়। তাই জিনস, শার্ট, টপ, গেঞ্জিগুলি রোল করে গুটিয়ে নিতে হবে। এতে জায়গা কম লাগবে। ওপর ওপর রাখা যাবে। অনেক জিনিস নেওয়াও যাবে।
কোনটা প্রথমে কোনটা শেষে: বেড়াতে যাওয়ার আগে সব কিছুরই নির্দিষ্ট পরিকল্পনা থাকে। কবে কখন কোথায় বেড়াতে যাওয়া হবে, তাও আগেভাগেই ঠিক করা থাকে। সেই অনুযায়ী জামাকাপড়ও ব্যাগে ঢোকাতে হবে। শেষ দিনের জামাকাপড় থাকবে সবার শেষে।
আরও পড়ুন: মন্দারমণিতে হোটেল বুক করেছেন? কড়া নির্দেশ দিল প্রশাসন, ব্যবসায়ীদের বড় ধাক্কা
ভারী পোশাক নীচে: জুতো সোয়েটারের মতো ভারী জিনিসগুলো ব্যাগের নিচের দিকে রাখতে হবে। তাছাড়া জুতোর ময়লা জামাকাপড়ে মাখামাখি হয়ে যাওয়ার ভয় থাকে। তাই সেগুলো ব্যাগে ভরার আগে ভালো করে পরিষ্কার করে শু-ব্যাগে অথবা শাওয়ার ক্যাপে ভরে ঢোকাতে হবে। তাহলে সবই ঠিকঠাক থাকবে।
প্লাস্টিক লেয়ার: অনেকেই বেড়াতে গিয়ে দামি শার্ট বা টপ পড়তে চান। সেগুলো ব্যাগে ঢোকানোর সময় প্লাস্টিকের লেয়ারের মধ্যে রাখা যেতে পারে। এতে দামি জামাকাপড়ে ভাঁজ পড়ার সম্ভাবনা থাকবে না।
এক্সট্রা জায়গা থাকুক: বেড়াতে গিয়ে অনেকেই সেই জায়গার স্মৃতি হিসেবে কিছু কিনে আনেন। আবার বাড়ির ছোটদের বা আত্মীয়দের জন্যও কিছু কেনার থাকে। সেগুলোও আনতে হয়। তাই ব্যাগে কিছুটা ফাঁকা জায়গা ছেড়ে রাখতে হবে। নাহলে সেগুলো ঢোকাতে গিয়ে ঠাসাঠাসি করতে হবে।
দুটো ব্যাগ: সাধারণত একটা ব্যাগে সব গোছগাছ হয় না। দুটো তিনটে লাগেই। এক্ষেত্রে একটু বুদ্ধি করে একটা ব্যাগে হালকা রঙের জামাকাপড় এবং অন্যটায় ডিপ রঙা পোশাকগুলো রাখতে হবে।
বাথরুম কিট: বাথরুম কিটের যাবতীয় সরঞ্জাম একটা স্বচ্ছ পাউচ ব্যগে ভরে তবেই স্যুটকেসে রাখলে ভাল হয়। এতে প্রয়োজনের সময় সহজেই কাজের জিনিসটি হাতের কাছেই পাওয়া যাবন।
হাতের কাছে: টিকিট, সানগ্লাস, ক্যামেরা, বুকিংয়ের কাগজপত্র হাতের কাছে রাখতে হবে। নাহলে বার বার ব্যাগ খোলার সমস্যায় পড়তে হতে পারে।
স্কার্ফ: একটা সুন্দর, রঙচঙে স্কার্ফ হাতের কাছে রাখাই ভাল। ঠান্ডা বা গরম বেশি হলে মাথায় জড়িয়ে নিলে আরাম মিলবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Travel