#নয়াদিল্লি: হেনা বা মেহেন্দি করলে যে চুল ভালো থাকে, এ আমরা সবাই জানি। এর সঙ্গে ডিম, দই বা পাকা কলা যোগ করলে সেই প্যাক চুলে দ্বিগুণ কাজ করে। কিন্তু অনেকেই হেনার সঙ্গে দই বা ডিম মাখতে রাজি হন না। বিশেষ করে কাঁচা ডিম থেকে গন্ধ বেরোয় বলে অনেকেই এই হেয়ার প্যাক এড়িয়ে চলেন। কিন্তু অনেকেই আবার এটা জানেন না যে দই বা ডিম ছাড়াও অন্যান্য উপাদান ব্যবহার করে হেনার হেয়ার প্যাক তৈরি করে নেওয়া যায়। রইল সেরকমই কয়েকটি হেয়ার প্যাকের হদিশ।
আরও পড়ুন : Healthy Lifestyle: শরীরের এই অঙ্গগুলি ঘন ঘন ছোঁয়ার অভ্যেস? সাবধান! হতে পারে মারাত্মক বিপজ্জনক…
হেনা ও গ্রিন টি হেয়ারপ্যাক
হেনা পাউডারের সঙ্গে গ্রিন টি মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এই প্যাক সারা রাত রেখে দিতে হবে। সকালে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে হবে। ৩০ মিনিট এই প্যাক রেখে ধুয়ে ফেলতে হবে। যদি চুলে কমলা-লাল ছোঁয়া পছন্দ না হয় তাহলে গ্রিন টি’র বদলে কালো কফিও মিশিয়ে নেওয়া যায়।
হেনা ও জবা পাতার হেয়ারপ্যাক
হেনা পাউডারের সঙ্গে জবার পাতা বেটে মেশাতে হবে। যদি প্যাক শুকনো মনে হয় তাহলে প্রয়োজন মতো জল দেওয়া যায়। এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিতে হবে। কুড়ি মিনিট রেখে এই প্যাক ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন : Potato Hacks: আলুর গায়ে গোলাপের ডাঁটি ঢুকিয়ে প্রবেশ করান! এরপর যা ঘটবে, চমকে যাবেন নিশ্চিত!
হেনা ও নারকেলের দুধের হেয়ারপ্যাক
এক কাপ নারকেল তেল প্রথমে একটু গরম করে নিতে হবে। এর মধ্যে ১০ টেবিল চামচ হেনা পাউডার মেশাতে হবে। এর মধ্যে চার টেবিল চামচ অলিভ অয়েল মেশাতে হবে। যতক্ষণ না এই পেস্ট স্মুদ হয় ভালো করে ঘেঁটে দিতে হবে। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পর সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে চুল আরও একবার পরিষ্কার করতে হবে। সপ্তাহে একবার এই প্যাক লাগানো যায়।
আরও পড়ুন : Chicken in diet: রোজই ডায়েটে মুরগির মাংস? চিকেন কি যত খুশি খাওয়া আদৌ নিরাপদ?
হেনা ও মুলতানি মাটির হেয়ারপ্যাক
দুই টেবিল চামচ হেনা ও দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে সামান্য জল মিশিয়ে এই প্যাক তৈরি করতে হবে। সারা রাত এই প্যাক চুলে লাগিয়ে রাখলে ভালো ফল পাওয়া যাবে।
আরও পড়ুন : Neem Leaves Benefits: ওজন বৃদ্ধি থেকে যৌন সমস্যার একটাই সমাধান নিম, জানুন এই ভেষজের অত্যাশ্চর্য গুণ
হেনা ও কলার হেয়ারপ্যাক
হেনা ভিজিয়ে আট ঘণ্টা রেখে তার মধ্যে পাকা কলা চটকে এই প্যাক বানাতে হবে। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।