World Book and Copyright Day 2022: বিশ্বজুড়ে ২৩ এপ্রিল দিনটি World Book and Copyright Day হিসেবে পালিত হয়। লেখক এবং বইকে সম্মান জানাতে ইউনেস্কোর একটি বার্ষিক অনুষ্ঠান হিসেবেই আয়োজিত হয় উদযাপন। এছাড়াও, বই পড়ার উপযোগিতা এবং কপিরাইট রক্ষা বিষয়ে সচেতনতা প্রসারের জন্যও দিনটি পালন করা হয়। এই দিনটি ১০০ টিরও বেশি দেশে পালিত হয়।
কেন World Book Day 2022 উদযাপন করা হয়?
২৩ এপ্রিল বিশ্ব সাহিত্যে একটি প্রতীকী তারিখ হিসাবেই বিশ্বাস করা হয় কারণ উইলিয়াম শেক্সপিয়ার এবং ইনকা গারসিলাসো দে লা ভেগার মতো অনেক বিশিষ্ট লেখক এই তারিখেই মারা যান। এছাড়াও, ২৩ এপ্রিল অন্যান্য বিখ্যাত লেখক যেমন মরিস ড্রুন, হলডোর কে. ল্যাক্সনেস, ভ্লাদিমির নাবোকভ, জোসেপ প্লা এবং ম্যানুয়েল মেজিয়া ভ্যালেজোর জন্ম বা মৃত্যুর তারিখ।
১৯৯৫ সালে, বিশ্বব্যাপী লেখক এবং বইকে শ্রদ্ধা ও সম্মান জানাতে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এই দিনটিকে চূড়ান্ত করা হয়েছিল। গত বছর, UNESCO বিশ্ব বই দিবস ২০২১ উদযাপনের একটি অংশ হিসাবে বুক ফেস চ্যালেঞ্জের আয়োজন করেছিল। সেখানে জর্জিয়ার রাজধানী বিলিসিকে বিশ্ব বইয়ের রাজধানী হিসাবে বেছে নেওয়া হয়।
আরও পড়ুন- শনিবারের গুগল ডুডলে বিশেষ চমক! তুলি হাতে কে এই নাজিহা সেলিম?
Quotes for World Book and Copyright Day 2022: এখানে রইল বই বিষয়ে কিছু বিখ্যাত মানুষের উদ্ধৃতি।
“একমাত্র জিনিস যা আপনাকে অবশ্যই জানতে হবে তা হল গ্রন্থাগারের অবস্থান” – অ্যালবার্ট আইনস্টাইন
“আমরা যেন মনে রাখি: একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক পৃথিবীকে বদলে দিতে পারে” – মালালা ইউসুফজাই
“বইয়ের মতো বিশ্বস্ত কোনও বন্ধু নেই” – আর্নেস্ট হেমিংওয়ে
“যে মানুষ ভালো বই পড়ে না, তার সঙ্গে নিরক্ষর মানুষের ফারাক নেই” – মার্ক টোয়েন
আরও পড়ুন- কেন পটল তোলা মানেই মারা যাওয়া? মৃত্যুর সঙ্গে কী সম্পর্ক এই নিরীহ সবজির?
কিছু মজার ঘটনা:
১৩০ মিলিয়নেরও বেশি বই রয়েছে বিশ্বে।
পুরনো বইয়ের গন্ধ নিতে ভালো লাগে? এই অভ্যাসটিকে বলে বিবলিওসমিয়া।
এখন পর্যন্ত মুদ্রিত দীর্ঘতম বাক্যটি ৮২৩ টি শব্দ নিয়ে তৈরি।
বইয়ের বিখ্যাত ওয়েবসাইট Goodreads-এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮০ মিলিয়ন।
আইসল্যান্ডের মানুষজন পৃথিবীর অন্য যে কোনও মানুষের চেয়ে বেশি পড়েন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Book