পুজোয় সারাদিন টইটই করে ঘোরা। জমিয়ে ঠাকুর দেখা, হুল্লোড় থেকে খাওয়াদাওয়া, আড্ডা সবই বাইরে বাইরে। কিন্তু মেকআপ? অনেকেই নিজের কাছে মেকআপ কিট রাখেন। কিন্তু বাইরে সামান্য একটু লিপস্টিক বা পাফ বুলিয়ে নেওয়া ছাড়া বিশেষ কিছু করা সম্ভব হয় না। তাই যা করার বাড়িতেই। কিন্তু সেটাকে দীর্ঘসময় ধরে রাখতে হবে। অর্থাৎ যাতে সারাদিন মেকআপ ভাল থাকে। কীভাবে?
সকালের মেকআপ রাত পর্যন্ত একইভাবে থাকে না। এর অনেক কারণ রয়েছে। কিন্তু কিছু কৌশলও রয়েছে যেগুলো মেনে চললেই প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত মেকআপ টিকিয়ে রাখা যায়। এর জন্য জোর দিতে হবে ফাউন্ডেশন আর কনসিলারের উপর। পুরো রহস্য এখানে খোলসা করা হল। এগুলো অনুসরণ করলেই পুজোয় মেকআপ নিয়ে টেনশন করার দরকার পড়বে না।
হালকা মেকআপ: সারাদিন মেকআপ টিকে থাকলেই সতেজ দেখাবে। এর জন্য হালকা রঙ ব্যবহার করাই উচিত। গোলাপি শেডের যে কোনও হালকা রং একেবারে আদর্শ। চাইলে পিচ রঙের মেকআপও করা যায়। অবশ্য এই রঙ খুব উজ্জ্বল। তবে এই কারণেই চেহারা উজ্জ্বল দেখায়। এর সঙ্গে ব্যবহার করতে হবে লুজ পাউডার। এটা খুব কাজের। এতে মেকআপ ত্বকের উপর বসে যায়। ফলে দীর্ঘক্ষণ টেঁকে।
আরও পড়ুন : ফাটা গোড়ালিতে মাটি পুজোর সাজ, আজ থেকেই এভাবে করুন পায়ের পরিচর্যা, ফল মিলবে দ্রুত
মেকআপ হাইলাইটার: মেকআপ ফ্রেশ এবং গ্লোয়িং করতে লিকুইড হাইলাইটার ব্যবহার করতেই হবে। এটাকে ফাউন্ডেশন বা কনসিলারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। চাইলে সরাসরি মেকআপের সঙ্গেও লাগানো যায়। আঙুল দিয়েই হাইলাইটার লাগানো ভালো। সরাসরি লাগাতে চাইলে ড্রপারের সাহায্য এক ফোঁটা বের করে লাগাতে হবে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমবে। মেকআপেও মার্জিত লুক আসবে।
আরও পড়ুন : লেস, প্রিন্ট বা এমব্রয়ডারি, নতুন পোশাকের সঙ্গে বাছুন সঠিক অন্তর্বাস, রইল তারই হদিশ
বেস মেকআপ টিপস: সারাদিন মেকআপ তরতাজা এবং সতেজ রাখতে চাইলে বেস মেকআপ যাতে হালকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কনসিলার ব্যবহার করতেই হবে। মুখের ডার্ক স্পট বা ব্রণর দাগ ঢাকতে এর থেকে ভাল জিনিস আর কিছু নেই। সারাদিন মেকআপ তাজা রাখতে ফাউন্ডেশনেরেও বিকল্প নেই। তবে এ জন্য দুটো লেয়ার দিতে হবে। তাহলেই কেল্লা ফতে। তবে হ্যাঁ, স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন বাছাই করতে হবে। নাহলে মুশকিল। চাইলে বি বি ক্রিমও ব্যবহার করা যায়। এতে বেস মেকআপ কেকি লাগবে না। আর মেকআপও দীর্ঘক্ষণ টিকবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2022, Fashion