
অধিকাংশ পুরুষই প্রথম সঙ্গমের সময়ে প্রি-ম্যাচিওর ইজাকুলেশনের সম্মুখীন হন। অতিরিক্ত উত্তেজনার কারণেই এটা হয়।
এর পরে সঙ্গিনীকে উত্তেজিত করার কাজটা অধিকাংশ পুরুষই করে না। মহিলাদেদের উত্তেজিত হতে বেশি সময় লাগে। তাই প্রথম মিলনের সময় সঙ্গিনীর চ৷হিদার দিকেও লক্ষ্য দিতে হবে।
তবে ৩০ বছর নাগাদ শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা কমে যায়। কেন না, প্রথমত, এই পর্যায়ে টেস্টোস্টেরন কমে যাচ্ছে। তবে সন্তান জন্মের ক্ষেত্রে এটিই আদর্শ সময়। পারিবারিক দায়িত্ববোধ, কাজের চাপ অনেক ক্ষেত্রেই পরিস্থিতির পরিবর্তন ঘটায়।
আর সঙ্গম প্রথম হলেও উল্টোদিকের মানুষটির চাহিদার উপর নজর দিতে হবে৷ লক্ষ্য রাশখতে হবে যে তিনি সম্মত কিনা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Healthy Lifestryle