পুজো মানেই রুটিনের বাইরে দেদার উচ্ছ্বাস! রাতের পর তার মণ্ডপে মণ্ডপে ঘোরা, খানা-পিনার ফোয়ারা, সঙ্গে অনেকেই ডুব দেন সুরায়! পুজোয় অনেকেই মদ্যপান করেন! আনন্দের জেরে অনেক সময়েই তা মাত্রাধিক্য হয়ে যায়! ফল? পরের দিন ‘হ্যাং ওভার’… অসহ্য মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা, বমি, গা-গোলানো! কীভাবে হ্যাং-ওভার কাটাবেন? রইল টিপস–