#কলকাতা: পুজো আসছে। ব্যস্ততার শেষ নেই। কেনাকাটা চলছে। সঙ্গে নানা পরিকল্পনা। কোন দিন কোথায় ঠাকুর দেখতে যাওয়া হবে, কী পরা হবে, ঢুঁ মারা হবে কোন কোন রেস্তোরাঁয়, সে সব নিয়েও দফায় দফায় আলোচনা। কেউ কেউ তো লিস্টও বানিয়ে ফেলেছেন। পাল্লা দিয়ে চলছে ত্বকচর্চাও।
পুজোয় ঠাকুর দেখতে বেরনোর একটা তাড়া থাকে। সকালে অঞ্জলি দেওয়া, তারপর ঠাকুর দেখা। বিকেলে ফের বেরনো। এর মাঝে স্নান, খাওয়াদাওয়াও করতে হবে। ফলে মেকআপের সময় প্রায় নেই বললেই চলে। কিন্তু সাজগোজ না করে তো আর ঠাকুর দেখতে বেরনো যায় না! তাহলে উপায়? মাত্র ১০ মিনিট। ত্বকচর্চার জন্য এটুকু সময়ই যথেষ্ট। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
ধাপ ১ – ২ মিনিটে পরিষ্কার: টক্সিন, ত্বকের মৃত কোষ এবং অতিরিক্ত তেল পরিস্কার করতেই হয়। এ জন্য ব্যয় করতে হবে ২ মিনিট। মুখ এবং ঘাড় পরিষ্কার করতে চাই রেডিয়েন্স বুস্টিং ক্লিনজার। ত্বকের উপর বৃত্তাকারভাবে আঙুল দিয়ে মাসাজ করতে হবে। তারপর হালকা গরম জলে ধুয়ে তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিতে হবে।
আরও পড়ুন – ১৪৯ টাকায় বাঙালিয়ানায় ভরপুর খাবার খেতে চাইলে চলে আসুন এখানে
ধাপ ২ – টোনিংয়ের জন্য ১ মিনিট: টোনার ব্যবহার করলে ময়লার শেষ কণাটাও দূর হবে। সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে ত্বক। এটা নিয়মিত ব্যবহারে ত্বক এবং ত্বকের ছিদ্রের মধ্যে সামঞ্জস্যতা আসে। এর জন্য এক মিনিট যথেষ্ট।
ধাপ ৩ – সিরামের জন্য ২ মিনিট: অনেকে বলতে পারেন সিরামের বদলে তো দিব্যি ময়েশ্চারাইজার বা ফেস ক্রিম লাগানো যায়। হ্যাঁ যায়। এর কোনও বাঁধা-ধরা নিয়ম নেই। তবে সিরাম ময়েশ্চারাইজারের তুলনায় পাতলা এবং হালকা। এতে থাকা উপাদানগুলিও ত্বকের জন্য ভাল। তাই সিরামের কার্যকরিতা অনেক ব্যাপক। তাই টোনিংয়ের পর সিরামই ভাল।
ধাপ ৪- চোখে ১ মিনিট: এরপর চোখের চারপাশে ময়েশ্চারাইজিং ট্রিটমেন্ট ড্যাব করার জন্য এক মিনিট ব্যয় করতে হবে। সঙ্গে আন্ডার আই ক্রিম ব্যবহার করা যায়। এটা চোখের নিচের ত্বককে ময়েশ্চারাইজ করে। ডার্ক সার্কেল, ফোলাভাব, ফাইন লাইন এবং বলিরেখা কমায়।
ধাপ ৫ – এক মিনিট বিশ্রাম, ৩০ সেকেন্ড অতিরিক্ত: এটাই সেরা সময়। সিরাম এবং চোখের ক্রিম যাতে ত্বক পুরোপুরি শুষে নিতে পারে সে জন্য এক মিনিট বিশ্রাম দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ। তবেই পণ্যগুলো ত্বকে প্রবেশ করতে এবং সঠিকভাবে কাজ শুরু করতে পারবে।
ধাপ ৬ – ২ মিনিটের ময়েশ্চারাইজার: এবার লাগাতে হবে ময়েশ্চারাইজার। ত্বকের ধরন অনুযায়ী একটি ভাল ময়েশ্চারাইজ হাইড্রেশনে সাহায্য করবে। প্রতিদিন ময়েশ্চারাইজ করা ত্বক চরম শুষ্কতা বা তৈলাক্ততা হওয়ার সম্ভাবনা কমায়।
ধাপ ৭ – দেড় মিনিটের ফাইনাল টাচ: দুর্দান্ত স্কিনকেয়ার মানেই খুব বেশি মেকআপের প্রয়োজন হবে না। তার আগে এই দেড় মিনিটে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে হবে। এর মধ্যে সবার আগে এসপিএফ। এটা সবার প্রথমে। এরপর ঠোঁটে বাম, গ্লস, চোখে মাস্কারা ইত্যাদি শেষ সাজ শেষ করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2022