#কলকাতা: ঢাকে কাঠি যেন পড়েই গিয়েছে! হাতে গোনা আর কয়েকদিন। তারপরই ঢ্যাং কুরাকুর নাকুড় নাকুড়…। শুরু হয়ে যাবে দুর্গা পুজো (Durga Puja 2022)।
পোশাক থেকে সাজগোজ, এই সময় সব যেন নিখুঁত থাকে। ত্বকের যত্ন, কেশচর্চার পালাও তাই তুঙ্গে। তবে সাধারণ খোঁপা বা বিনুনি নয়, পুজোর সময় চুল সাজাতে হবে অন্য সাজে। এখানে রইল তারই কিছু টিপস।
চুলের নতুন সাজ বললে অনেকেই নয়া হেয়ারকাট ভেবে বসেন। দৌড়ান পার্লারে। হ্যাঁ, হেয়ারকাট একটা স্টাইল অবশ্যই, কিন্তু এটাই একমাত্র স্টাইল নয়। তারওপর অনেকেই বড় লম্বা চুলের সঙ্গে আপোস করতে রাজি নন।
আরও পড়ুন- পুরনো সিল্কের শাড়িই পুজোয় হিট, শুধু কেচে তোলার সময় এগুলো ভুলবেন না!
তাঁরা পুজোর আগে প্রাকৃতিক, জৈব বা ভেগান মেহেন্দি ক্রিম দিয়ে চুল রাঙিয়ে নিতে পারেন। তবে রাসায়নিক দিয়ে চুল রঙ না করাই উচিত। এতে দীর্ঘমেয়াদে চুলের নানা ক্ষতির সম্ভাবনা থাকে।
সঙ্গে দেখে নিতে হবে, রঙে যেন অ্যামোনিয়া এবং ইথানোলামাইন, ডায়েথানোলামাইন এবং ট্রাইথানোলামাইনের মতো অ্যামোনিয়ার উপজাত না থাকে। এতেও চুলের ক্ষতি হয়। মেহেন্দি ক্রিমে লাল, বাদামি, স্বর্ণ বা তামার রঙের নানা শেড পাওয়া যায়।
এগুলোতে আমলা, জুয়া, মালভা, গুয়ারানার মতো প্রাকৃতিক উপাদানও থাকে। এগুলো ভিটামিন সি সমৃদ্ধ। তাই চুল রঙ করার পাশাপাশি মাথার ত্বকে পুষ্টিও যোগায়। সঙ্গে চুলকে মসৃণ করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে বাউন্সি চুল কে না চায়!
মেহেন্দি চমৎকার হেয়ার মাস্ক হিসেবেও কাজ করে। এটা মাথার ত্বককে পুষ্টি যোগায় এবং চুলকে নরম এবং মসৃণ রাখে। চুলে মেহেন্দি ক্রিম লাগানোর পর শুকোনোর জন্য অন্তত ২ ঘণ্টা সময় দিতে হবে। তাহলেই কাজ হয়ে যাবে।
ইতিমধ্যেই চুলে রঙ করে ফেললে, রঙ যাতে দীর্ঘদিন টেঁকে সেদিকে নজর দিতে হবে। এক্ষেত্রে কালার ফিক্সেশন শ্যাক্মপু বা কন্ডিশনার ম্যাজিকের মতো কাজ করে। এটা রাসায়নিকের ক্ষতিকর প্রভাবকে কমিয়ে দেয়, সঙ্গে রঙ যাতে দীর্ঘদিন থাকে সেই ব্যবস্থা করে।
আরও পড়ুন- পিতৃপক্ষে এই খাবারগুলো মুখে তুলবেন না, তবেই মুক্তি পাবেন পূর্বপুরুষদের আত্মা
আজকাল যুবকরা তো বটেই, মধ্যবয়সীরাও ‘সল্ট অ্যান্ড পেপার লুকে’ আগ্রহী। এতে কাঁচা-পাকা চুলে এক অনবদ্য চেহারা তৈরি হয়। তাঁদের জন্য শ্যাম্পু এবং কন্ডিশনারের বিশাল সম্ভার রয়েছে। এগুলোর অধিকাংশই হলুদ রঙের উপর কাজ করে। দেয় রুপোলি চেহারা।
পুজোর দিনগুলো বাইরে বাইরে ঘুরেই কেটে যাবে। ধুলোবালি লাগবে। তাই এই সময় চুলের স্টাইলের জন্য বেশি পণ্য ব্যবহার না করাই ভালো। হেয়ার ড্রায়ার বা জেল এড়িয়ে যাওয়াই উচিত। নূন্যতম ক্রিম, শ্যাম্পু এবং অনাড়ম্বর চুলেই এই কদিন মানাবে ভাল!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2022, Puja fashion 2022