আর সে সব মহিলাদের পিরিয়ডসের সাইকেল ২৮ দিনে। তাঁদের ক্ষেত্রে এই সময় সীমা ৯ থেকে ১৫ দিনে। অর্থাৎ পিরিয়ডস শুরু হওয়ার দিনকে প্রথমদিন হিসেবে ধরে নিয়ে ঠিক ৯ দিনের মাথায় সহবাসে লিপ্ত হতে হবে। এবং ১৫ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চালাতে হবে। এই নিয়ম মানলেই সহজেই গর্ভধারণ সম্ভব। যদি তার পরেও না হয়, তবে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ অনেক সময় পুরুষদের স্পার্ম কাউন্ট কম থাকে। সে ক্ষেত্রে কাউন্ট বাড়ানোর উপায় আছে। photo source collected