জর্ডন: ইতিহাস বিজড়িত স্থান যাঁরা ঘুরে দেখতে ভালবাসেন, তাঁদের জন্য উপযুক্ত দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ জর্ডন। এখানেও ভারতীয়রা পেয়ে যাবেন ভিসা অন অ্যারাইভ্যাল-এর সুবিধা। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পুরাকালের মিনার হল এখানকার মূল আকর্ষণ। শপিং করতে চাইলে এই দেশ থেকে আনতে পারেন ঘর সাজানোর নানা সামগ্রী। তার মধ্যে উল্লেখ্য – মোজাইক টাইলকাজের নানা সামগ্রী, বেদুইন বয়নশিল্পের নানা জিনিস, আরবীয় কফি পট, সেরামিক ও পটারি দ্রব্য ইত্যাদি। তবে এখানকার আর একটি আকর্ষণ রয়েছে, সেটা হল – জর্ডনের খাবারদাবার। এই দেশের খাবার চেখে দেখতে ভুললে কিন্তু চলবে না। Photo: Collected