আমাদের জীবনে ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অর্থ আছে। করোনা নামক দুর্ভাগ্যজনক মহামারীর কারণে আমরা প্রায়ই গৃহবন্দী হয়ে গেছিলাম ,কিন্তু এখন ধীরে ধীরে বেড়াতে যাওয়ার সেই নেশা নতুন করে আমাদের মধ্যে জেগে উঠছে। অজস্র ভ্রমণ নির্দেশিকা ভ্রমণকারীদের মধ্যে ট্র্যাভেল এবং ট্যুরিজমের চাহিদা বাড়িয়ে দিয়েছে।
কোনো ফ্যামিলি ট্রিপ হোক বা বিজনেস ট্রিপ কিংবা হয়তো একাকী ভ্রমণ সবকিছুর ক্ষেত্রেই অপ্রত্যাশিত কিছু ঘটতেই পারে। সেইসব ঝুঁকি কমাতে , নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে, আরও ভাল অভিজ্ঞতা পেতে এবং অবিস্মরণীয় স্মৃতিকে জীবনের খাতায় খচিত করে রাখতে অবশ্যই শীর্ষ ভ্রমণের টিপসগুলিকে অনুসরণ করা উচিত। হরিশ খাত্রী, প্রতিষ্ঠাতা এবং এমডি, ইন্ডিয়া অ্যাসিস্ট স্ট্রেস ফ্রি ভ্রমণের কিছু টিপস শেয়ার করেছেন৷
জায়গাটি সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করুন। যেখানে আপনি ছুটি কাটাতে যাচ্ছেন সেখানে কি আপনি আপনার মনের মতো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন কিনা তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ছুটি কাটাতে গিয়ে শেষ অবধি হয়তো আপনাকে শিমলার মল রোডের মতো জায়গায় থাকতে হলো।
সুন্দর এবং নিরাপদ ভ্রমণকে নিশ্চিত করতে সেই স্থানের বিমান এবং ট্রেনের খবর ,রাস্তার পরিস্থিতি ,আবহাওয়ার পূর্বাভাস ,সেরা বা ভালো হোটেল, চারপাশের পরিবেশ এবং ট্রানজিট বিকল্পগুলি সম্মন্ধে খবর নেওয়া জরুরি। ভ্রমণের পথে রাস্তার ট্রাফিক, কোনো অপ্রত্যাশিত বিপত্তি কোনো আশ্চর্যের ব্যাপার না। নির্ধারিত সময়ে ঘর থেকে তাড়াতড়ি বেরোতে চেষ্টা করবেন যাতে প্লেন বা ট্রেন মিস না হয়।
ভ্রমণের যাবতীয় জিনিসপত্র ,নথিপত্র ভালো করে গুছিয়ে রাখবেন কারণ আজকাল বিমানবন্দর , রেলওয়ে স্টেশন , হোটেল এমনকি টুরিস্ট প্লেসেও শনাক্তকরণের জন্য এসব খুবই জরুরি। বাচ্চাদের ডকুমেন্টসগুলো সাবধানে গুছিয়ে রাখবেন। মূলত আন্তর্জার্তিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের জন্য একটা আলাদা পাউচ বানান এবং সেটা নিজের ব্যাগে নিরাপদ স্থানে রাখনু যা আপনি প্রয়োজনে সহজেই খুঁজে পান।
গন্তব্যস্থলে কোনো অপ্রত্যাশিত অসুস্থতা এড়াতে আপনার প্রয়োজনীয় ওষুধগুলি হাতের কাছে রাখুন। আজকের দিনে ভ্রমণকারীরা অজানা স্থানের অভিজ্ঞতা সঞ্চয় করতে আগ্রহী যেটির সাথে তারা অপরিচিত। এটি সত্যি রোমাঞ্চকর , কিন্তু সঠিক পরিকল্পনা বা চিকিৎসার জরুরি অবস্থা অপ্রীতিকর অভিজ্ঞতা তৈরি করতে পারে। যেকোনো ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ভালোভাবে প্রস্তুত থাকুন।
ভ্রমণের আগেই নিশ্চিত করুন যে আপনি ট্রাভেল অ্যাসিস্ট্যান্স সার্ভিস থেকে প্রয়োজনীয় সঠিক তথ্য জোগাড় করেছেন। এরা আপনাকে ভালো খাবার , ভালো কেনাকাটার জায়গা সবকিছু সম্মন্ধে পরামর্শ দেয়। আপনাকে সব রকম জরুরি পরিস্থিতিতে সহয়তা করে। সরাসরি এপ থেকে কেনাকাটা না করে হোটেল বা ট্রাভেল অপারেটরের মাধ্যমে করলে অনেক বেশি সাশ্রয় হয়।
আমরা যতই সতর্কতার সাথে আমাদের ভ্রমণের পরিকল্পনা করি, একটি নতুন শহরে আমরা সুরক্ষিত না। ভ্রমণকারীদের জন্য মোবাইল সহায়তা অ্যাপ সেই দিকটির দিকে ভালোভাবে লক্ষ্য রাখেন।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Safety Guidelines, Tourist, Tourist Destination, Tourist Spot, Travel Tips