নবমী-নিশি কাটতে না-কাটতেই ভারী হয়ে আসে মনটা। কিন্তু দশমীর সকালে সেই মন খারাপ নিয়েও থাকে হাজারো ব্যস্ততা। চলতে থাকে বরণডালা সাজিয়ে মা-কে বরণের তোড়জোড়। তার পর ঘরের মেয়েকে বিদায় জানানোর সময় গলা বুজে আসে কান্নায়। আবার তো সেই এক বছরের অপেক্ষা। তাই সকাল থেকে ঢাক বাজলেও তাতে কোথাও যেন মিশে থাকে বিষাদের ছোঁয়া।
কিন্তু বিসর্জনের আগে তো মা-কে বরণ আর সিঁদুর খেলার একটা বিশেষ পর্ব থাকে। তাই তার জন্য আদ্যন্ত সাবেকি সাজেই নিজেদের মেলে ধরতে হবে। দেরি না-করে দেখে নেওয়া যাক, দশমীর সকাল-সাজের স্টাইল গাইড।
মেয়েদের পোশাক:
দশমীর সকাল মানেই সালঙ্কারা রূপে একেবারে সনাতনী সাজ। এই দিনটার জন্য তাই লাল-সাদার কম্বিনেশন কিংবা লাল রঙ হচ্ছে একেবারে আদর্শ। মেয়েরা বেছে নিতে পারেন লাল পাড় সাদা শাড়ি। এ-ক্ষেত্রে লাল পাড় সাদা কিংবা লাল রঙের ঢাকাই জামদানি শাড়ি বেছে নেওয়াই যায়। অনেকে মা-কে বরণ করার জন্য লাল পাড়ের সাদা গরদের শাড়িও বেছে নিয়ে থাকেন। আসলে লাল কিংবা লাল-সাদার ছোঁয়া ছাড়া এ-দিনের সাজ বোধহয় অসম্পূর্ণই থেকে যায়। এমনকী সাধারণ লাল-সাদার মিশেলে সুতির শাড়িতেও এই দিন ভিড়ের মাঝে অনন্যা হয়ে ওঠা যায়। আবার পুরো সাদা শাড়ির সঙ্গে লাল ব্লাউজ টিম-আপ করলেও অপূর্ব দেখাবে।
মেক-আপ ও চুলের সাজ:
ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সাজও হবে সাবেকি। তাই দশমীর সকালের মেক-আপ হালকা রাখলেও তাতে থাকতে হবে সাবেক ছোঁয়া। হালকা বেস মেক-আপের সঙ্গে কালো কাজল চোখের উপর এবং নিচের দিকে গাঢ় করে বুলিয়ে নিতে হবে। চোখের পাতায় লাগিয়ে নিতে হবে ওয়াটার প্রুফ মাস্কারা। ঠোঁট রাঙিয়ে তুলতে হবে মানানসই শেডের লিপস্টিকে। কপালে বড় করে পরে নিতে হবে লাল টিপ। কিংবা সিঁদুরের টিপও পরা যায় এ-দিন। আর বিবাহিতারা এ-দিন মোটা করে সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে নিতে পারেন। চুল খুলে একটা সাদা ফুলের মালা জড়িয়ে নিতে পারেন। আর গরমে চুল খুলে রাখতে না-চাইলে একটা খোঁপা বেঁধে তা মুড়ে নিতে পারেন ফুলের মালায়।
আরও পড়ুন : গোস্বামী বাড়িতে ৩৫০ বছরের প্রাচীন পুজোয় জৌলুস কমলেও অটুট নিষ্ঠা
অন্য রকম হওয়ার চাবিকাঠি:
দশমীর সকালের সাবেকি সাজের সঙ্গে সঙ্গী হোক ছিমছাম ডিজাইনের বড় নথ। আসলে একটা বড় ছিমছাম নথ পরলে দেখতেও অসাধারণ লাগবে। আর তেমন গয়নাও পরতে হবে না। আর সেই সঙ্গে যদি কোনও বিবাহিতা মহিলা একজোড়া মোটা সাদা শাঁখা এবং তার সঙ্গে সরু লাল পলা পরেন, তা-হলে ভিড়ের মধ্যে তিনিই হয়ে উঠবেন মধ্যমণি। তবে অনেকেই এ-দিন সোনার গয়না পরতে পছন্দ করেন। যদি গলা, কান এবং হাতে কেউ ভারী সোনার গয়না পরেন, তা-হলে নথ পরতে চাইলে ছোট মাপের নথ বেছে নিতে হবে। আর দশমীর সকালের সাজ কমপ্লিট করতে হাত আর পা রাঙিয়ে তুলতে হবে আলতা দিয়ে।
ছেলেদের পোশাক:
দশমীর সকালের জন্য পুরুষরাও বেছে নিতে পারেন সাবেক সাজ। আর তাতে থাকবে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়াটাও। ফলে এই দিনের জন্য সাদা ধুতি-পাঞ্জাবিই আদর্শ। কিংবা ছেলেরা সাদা পাঞ্জাবির সঙ্গে টিম-আপ করতে পারেন সরু লাল পাড়ের সাদা ধুতি। আর লাল পাঞ্জাবি কিংবা লাল রঙ দিয়ে কাজ করা সাদা পাঞ্জাবি পরলে তাঁরা বেছে নিতে পারেন সোনালি সরু পাড়ের সাদা ধুতি। তা-ছাড়া দুধ-সাদা পাঞ্জাবির সঙ্গে লাল ধুতিও মন্দ লাগবে না।
আরও পড়ুন : গোস্বামী বাড়িতে ৩৫০ বছরের প্রাচীন পুজোয় জৌলুস কমলেও অটুট নিষ্ঠা
অন্য রকম হওয়ার চাবিকাঠি:
সাদা ধুতি-পাঞ্জাবির সঙ্গে যদি কালো চামড়ার কোলাপুরি স্টাইল চটি বেছে নেওয়া যায়, তা-হলে তা সাবেক-সাজে একটা আলাদাই মাত্রা যোগ করবে।
বিশেষ বিষয় :
করোনার দাপট কমলেও ভাইরাস এখনও বিদায় নেয়নি। তাই অতিরিক্ত ভিড়ে যাওয়ার সময় মাস্কে নাক-মুখ ঢাকতে ভুলে গেলে চলবে না। প্রয়োজনে পোশাকের সঙ্গে মানানসই মাস্ক নিয়ে বেরোতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sindurkhela, Vijaya Dashami