বাড়িতে ননস্টিক রান্নার পাত্র ব্যবহার আজকাল সকলেই করেন। কম তেলে চটপট রান্নার জন্য ননস্টিক পাত্র খুব কাজের। কিন্তু জানেন কখন এই পাত্র বদলানো দরকার? কারণ ননস্টিক পাত্র নষ্ট হয়ে গেলে তাতে খাবার বানানো স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। photo source collected