‘প্রাক্তন ‘শব্দটার গুরুত্ব খুব কম নয়। কিন্তু প্রাক্তনকে ভুলে যাওয়াও খুব সহজ নয়। আপনার সম্পর্ক যদি অনেক দিনের হয়, তাহলে আপনার সমস্য়া আরও বেশি হবে। অবশ্য় সব ক্ষেত্রে সময়টা কোনও ব্য়াপার নয়। খুব কম সময়ের সম্পর্কেও গভীরতা অনেক বেশি হয়ে যায়। তাই বিচ্ছেদের পর নিজেকে শক্ত রাখা কঠিন হয়ে পড়ে।