‘সানডে হো ইয়া মনডে, রোজ খাও আন্ডে’। এক সময় তুমুল জনপ্রিয় হয়েছিল এই বিজ্ঞাপনী ক্যাচলাইন। শুধু জনপ্রিয় নয়, বাস্তবেও এই কথাটা অক্ষরে অক্ষরে মেনে চলে আমজনতা। এ দেশে জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ প্রতিদিন সকালের জলখাবারে ডিম খায়। সমীক্ষা অনুযায়ী, বছরে মাথাপিছু ৮১টি ডিম খায় ভারতের মানুষ।