কেরিয়ার শুরু করেছিলেন করণ জোহরের (Karan Johar) হাত ধরে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student of The Year) দিয়ে। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন। কিন্তু বরুণ ধাওয়ান (Varun Dhawan) সাফল্য পান ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ (Humpty Sharma Ki Dulhania) ছবির পর থেকে। তবে হ্যাঁ, তবে ২০১৫ সালে শ্রীরাম রাঘবনের (Sriram Raghavan) ‘বদলাপুর’ (Badlapur) ছবিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। নেক্সট ডোর বয়, চকোলেট বয়ের রোম্যান্টির হিরোর ইমেজ ঝেড়ে ফেল বরুণ হয়ে ওঠেন ডার্ক হিরো।