#কলকাতা: শ্যাম্পু করার আগেই চুলে কন্ডিশনার। তাহলেই নাকি চুলে আসবে ভলিউম। অবাক হচ্ছেন তো? বিষয়টা একটু বিশদে জেনে নেওয়া যাক। আমরা জানি শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করতে হয়। সকলেই জানেন, কন্ডিশনার ব্যবহার না করলে চুলে সহজেই জট পড়ে যায়, স্প্লিট এন্ডস, দুমুখো চুল এগুলির সমস্যা দেখা যায়। চুলের উশকো খুশকো ভাব দূর করতেই কন্টিশনার ব্যবহার করা। কিন্তু নতুন এক পদ্ধতি বলছে, শ্য়াম্পু করার পরে নয়। আগে ব্যবহার করুন কন্ডিশনার। এই পদ্ধতিকে বলা রিভার্স ওয়াশিং।
এই পদ্ধতিতে নাকি টানা তিনদিন পর্যন্ত চুলে ভলিউম বজায় থাকে। বিশেষ করে যাঁদের চুল পাতলা, সহজেই তেলতেলে হয়ে যায়, তাঁদের জন্য এই পদ্ধতি যথাযথ। এছাড়া যাঁরা চুলে নিয়মিত কেমিক্যাল ব্যবহার করেন, যেমন জেল, হেয়ার স্প্রে, তাঁরাও এই পদ্ধতিতে শ্যাম্পু করতে পারেন।
যাদের চুল পাতলা ও তেলতেলে হয়, তাহলে শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করে তেমন লাভ হয় না। কারণ কন্ডিশনারের ফলে চুল পেতে থাকে। কিন্তু উল্টোটা করে চুলে নারিশমেন্টের সঙ্গে ঢেউ খেলানো ভাবও আসে। চুল দেখতেও অনেকটা লাগে।
আরও পড়ুন- একটি চামচ মুখে রাখুন! গন্ধ আর রং বলে দেবে কোন রোগ শরীরে বাসা বেঁধেছে
জেনে নেওয়া যাক কেমন এই রিভার্স ওয়াশিং পদ্ধতি। শ্যাম্পুর আগে কন্ডিশনার লাগিয়ে নিন। তার পরে কিছুক্ষণ রেখে সেটা ধুয়ে এবার শ্যাম্পু করুন। কিন্তু তার পরে আর কন্ডিশনার ব্যবহার করবেন না।
শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করার সময়ে কী কী খেয়াল রাখবেন-
১)শুকনো চুলে কন্ডিশনার ব্যবহার করবেন না। চুল হালকা ভিজিয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
২) চুলে কন্ডিশনার লাগিয়ে তিন থেকে পাঁচ মিনিট রাখুন।
৩) এর পরে শ্যাম্পু দিয়েই কন্ডিশনার ধুয়ে ফেলুন। এতে চুলের অতিরিক্ত তেল দূর হবে।
৪) স্ক্যাল্পে যাতে কন্ডিশনার লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hair Care