শীত পড়তে শুরু করেছে বঙ্গে। আর সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বাঙালির বিয়ে বাড়ির নিমন্ত্রণ। আর এমন সময় কনে হোন বা নিমন্ত্রিত আত্মীয় বন্ধু। সাজগোজটাই মুখ্য— এ কথা বলতেই হয়।
আর বিয়ের এমন ভরা মরশুমে মেক-আপেরও রমরমা। তবে এ সময় মেক-আপ করা এবং তোলার জন্য একটু বিশেষ সতর্ক থাকা দরকার। কারণ শীতে ত্বক কিছুটা সংবেদনশীল হয়ে পড়ে। পাশাপাশি সতর্ক থাকতে হবে চোখের মেক-আপের ক্ষেত্রেও। সেটা অবশ্য ঋতু নির্বিশেষে।
মেক-আপ সামগ্রী থেকে চোখকে বাঁচিয়ে রাখতে হবে। আবার চোখের মেক-আপও হতে হবে একেবারে অনন্য। ফলে কয়েকটি বিষয় মাথায় না রাখলেই নয়—
হাইপো অ্যালার্জেনিক পণ্য :
সব সময় এমন মেক-আপ পণ্য ব্যবহার করতে হবে যা হাইপোঅ্যালার্জেনিক এবং পূর্বে চর্মরোগ সংক্রান্ত পরীক্ষা করা হয়েছে। অথবা, কোন উপাদান থেকে অ্যালার্জি হচ্ছে কি না তা নিজেই পরীক্ষা করে দেখে নিতে হবে। নিজের বাহুতে মেক-আপ পণ্য প্রয়োগ করে দেখা যেতে পারে প্রাথমিক ভাবে। মেক-আপে উপস্থিত সুগন্ধি, রঙ, প্রিজারভেটিভস, নিকেল ইত্যাদি থেকে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
আরও পড়ুন : শীতে সুস্থ থাকতে খেতেই হবে আপেল, জানুন এর অজস্র উপকারিতা
অন্যের মেক-আপ ব্যবহার :
মেক-আপ খুবই সংবেদনশীল বিষয়। একে অপরেরটি ব্যবহার করা মোটেও উচিত নয়। চোখের মেক-আপ বা ব্রাশ কখনই একে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয়। মনে রাখতে হবে প্রসাধনী সামগ্রী জীবাণু তৈরির আদর্শ স্থান। ফলে তা ছড়িয়ে পড়তে দেওয়া মোটেও উচিত নয়।
মেক-আপ তোলার সময় সাবধান:
আইলাইনার, কোহলস, মাস্কারা অনেক সময়ই চোখে ঢুকে যায়। তা যেমন মেক-আপ করার সময় ঢুকতে পারে, তেমনই অন্য কোনও সময়ও ঢুকতে পারে। তাই অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মেক-আপ তুলে ফেলতে হবে। অনেক সময়ই দেখে যায় গোটা মুখের মেক-আপ তুললেও চোখের কাজলটুকু রেখে দেন, পরের দিন সকলে চোখ আকর্ষক লাগবে এই ভেবে। এটা মোটেও স্বাস্থ্যকর নয়। চোখের মেক-আপ তোলার জন্য অবশ্যই অ্যালকোহল ফ্রি মেক-আপ রিমুভার ব্যবহার করতে হবে।
ওয়াটার লাইনে মেক-আপ নয় :
অশ্রুগ্রন্থি আমাদের চোখের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আইল্যাশ লাইন বরাবর চোখের মেক-আপ ব্যবহার করা দরকার। মেক-আপ ভিতরে ঢুকে গেলে ওই গ্রন্থিগুলির কাজ ব্যহত হতে পারে, তা সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেবে।
কোহল আইলাইনারের বিপদ :
কোহল আই লাইনারগুলি ভারতীয় সৌন্দর্যের অঙ্গ। কিন্তু অনেকেই জানেন না, এতে বিপজ্জনক মাত্রায় সীসা থাকতে পারে, যা আমাদের চোখের ক্ষতি করতে পারে। সুতরাং সতর্ক থাকাই ভাল।
মেয়াদ শেষের সমস্যা :
সমস্ত প্রসাধনী সামগ্রীর একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার শেষ তারিখের পরে যে কোনও পণ্য ব্যবহার করা উচিত নয়। কারণ প্রসাধনী সামগ্রী, ব্রাশ এবং স্পঞ্জ ব্যাকটেরিয়া বৃদ্ধির উর্বর স্থল।
কন্ট্যাক্ট লেন্স :
কারও যদি কনট্যাক্ট লেন্স থেকে থাকে, তা হলে চোখের মেক-আপ করার আগে আরও সতর্ক থাকতে হবে। সব সময় মেক-আপ করার আগে নিজের লেন্সটি পরে নিতে হবে। সতর্ক থাকতে হবে যেন কোনও ভাবেই চোখের ভিতর মেক-আপ ঢুকে না যায়।
চিকিৎসকের পরামর্শ:
চোখের মেক-আপ ব্যবহারের পরে যদি লালভাব, খিঁচুনি, অবিরাম ঝাপসা ভাব বা স্রাবের মতো সমস্যা দেখা যায় তা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eye Make Up, Lifestyle