#কলকাতা: গরমে পুড়ে যাচ্ছিল গোটা বাংলা। তারপর হঠাৎ করেই বৃষ্টি এসে একটু কমেছে গরমের দাপট। কিন্তু হঠাৎ করেই আবহাওয়ার এই বদলে ঘরে ঘরে অজানা জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। যদিও এই সময় কোভিডের দাপট কিছুটা কম। আবার স্বাভাবিক জীবনে ফিরছেন মানুষ। কিন্তু সে সবের মধ্যেও করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সই’-এর জীবাণু চোখ রাঙাচ্ছে। যদিও এ রাজ্যে এখনও এই নতুন ভ্যারিয়েন্ট ভাইরাসটি ঢোকেনি। কিন্তু চিন্তা একটা থেকেই যাচ্ছে।
প্রায় প্রতিটা ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। জ্বরের মাত্রা ১০২ থেকে ১০৫ পর্যন্ত হচ্ছে। আবার কারও ক্ষেত্রে জ্বরের মাত্রা খুব বেশি হলে ১০০ বা ৯৯ থাকছে। কিন্তু সেই সঙ্গে গায়ে হাত পায়ে ব্যথা। সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর তিন থেকে চার দিন থাকছে। জ্বর কমে গেলেও সর্দি কাশি থেকে যাচ্ছে। শারীরীক দূর্বলতা বেড়ে যাচ্ছে। প্রায় দশ দিন পর্যন্ত থাকছে ক্লান্তি। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই অজানা জ্বরে আক্রান্ত হচ্ছেন।
আরও পড়ুন: সব সময় ভিজে থাকে যোনি? যখন তখন সঙ্গমের ইচ্ছে? শরীরে কিসের ইঙ্গিত জানুন
কিন্তু ঠিক কী কারণে এই জ্বর হচ্ছে তা জানা যায়নি। অনেকেই জ্বর হলেই আর করোনা টেস্ট করাচ্ছেন না। যারা করিয়েছেন তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ আসছে। অতএব ধরে নেওয়া যায় এটি করোনা নয়। কিন্তু এই জ্বরেও শ্বাসকষ্ট হচ্ছে। গলা ব্যথা থাকছে।
আরও পড়ুন: সিদ্ধার্থের প্রেমে তৃণা সাহা! নতুন জীবনে সুখ কামনা করে, বিদায় জানালেন নীল! তবে কী ভাঙল বিয়ে?
তবে ডাক্তারদের মতে আবহাওয়ার বদলের জন্যই এই জ্বর হচ্ছে। ডেঙ্গু বা ম্যালেরিয়াও নয় এই জ্বর। ইনফ্লুয়েঞ্জার উপসর্গ থাকছে রোগীর শরীরে। ডাক্তারদের মতে বাইরে অতিরিক্ত গরম। বাড়ি ফিরেই অনেকে এসি চালিয়ে দিচ্ছেন। বা বাইরে থেকে ফিরেই ফ্রিজের জল খেয়ে নিচ্ছেন। এতে ঠান্ডা-গরম লেগে যাচ্ছে। তার ফলেই এই জ্বর হচ্ছে। আপাতত এই জ্বর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ এখনও এই জ্বরে অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে জ্বর যদি খুব বেশি হয়, এবং তিন দিনের বেশি স্থায়ী হয় তবে অবশ্যই ডাক্তারের কাছে যান। প্রয়োজনে করাতে হতে পারে করোনা টেস্টও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health, Healthy Lifestyle, Viral Fever