২০২০ সাল থেকে মাস্কে ঢেকেছে মুখ। তবুও কোথাও গিয়ে খুলতেই হয় সেই মাস্ক। তখন যদি ফাটা কালো ছোপওয়ালা ঠোঁট দেখা যায়, তাহলে পুরো সাজটাই মাটি। আবার সেলফি তোলার সময়েও রয়েছে ঠোঁট নিয়ে নানা অঙ্গভঙ্গি। কিন্তু তাতে যদি কালো ছোপ থাকে তা হলে কি হয়? তার জন্য একজোড়া মসৃণ গোলাপি ঠোঁট প্রয়োজন।