কাঠফাটা রোদে প্রায় গলদঘর্ম অবস্থা। দিনের বেলায় বিশেষ করে হাঁসফাঁস করা অবস্থা। আর এই সময়ে জাঁকিয়ে বসে ত্বকের সমস্যা। সারাদিন ঘেমে নেয়ে শরীরে জায়গা করে নেয় ঘামাচি। সঙ্গে ত্বকের বিভিন্ন জায়গায় চুলকুনি, লাল হয়ে যাওয়া তাই জেনে নেওয়া দরকার এই সময়ে কী কী করলে ঘামাচি বা ত্বকের সমস্যা এড়াতে পারবেন-